তাসকিনকে বদলে দিয়েছেন ওয়াকার ইউনুস

সর্বশেষ ২০১৭ সালে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকায় খেলা সেই সফরের পর ফর্ম আর ইনজুরি ছিটকে দিয়েছিল তাঁকে। কিন্তু চলতি বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নিউজিল্যান্ড সফরের দলে আবার ডাক পেয়েছেন ডানহাতি এই পেসার। ২০টি উইকেট নিয়ে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি। ধারাবাহিক পারফর্ম করে সিলেট সিক্সার্সকে ব্রেক থ্রু এনে দিচ্ছেন নিয়মিত। নিজের এই দারুণ ছন্দের কৃতিত্ব দিয়েছেন দলের কোচের দায়িত্বে থাকা কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনুসকে।
জাতীয় দলে পুনরায় ডাক পেয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তাসকিন। বলেছেন, ওয়াকারের সান্নিধ্য বদলে দিয়েছে তাঁকে। তাঁকে কোচ হিসেবে পাওয়া সৌভাগ্যের ব্যাপার জানিয়ে বলেছেন, ‘ওয়াকার স্যার আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। প্রথম দিন নেটে বোলিং করতে দেখেই উনি আমাকে বলেছেন, তুমি খুব ভালো শেইপে আছ। শুধু নিজের ওপর বিশ্বাস রেখে পরিস্থিতি অনুযায়ী বল করে যাও।’
কিংবদন্তির সাহচর্য আর নিজের প্রতি অদম্য বিশ্বাসে তাসকিনের বোলিংটা এখন আরো পরিশীলিত। বল হাতে মার খেলেও হতোদ্যম না হয়ে কামব্যাক করার বৈচিত্র্যপূর্ণ চেষ্টাতেই সাফল্য মিলছে জানিয়ে বলেছেন, ‘আগে বোলিংয়ে বাউন্ডারি হলে পরের বলটা শুধু জোরে করার চেষ্টায় থাকতাম। নিঃসন্দেহে গতি আমার সেরা অস্ত্র। কিন্তু এখন গতির পাশাপাশি অন্যান্য চেষ্টাও করছি।’
তবে এই সাফল্যের কৃতিত্বের পুরোটা শিষ্যকেই দিয়েছেন কোচ ও্য়াকার। বলেছেন, ‘আমি তাসকিনকে নিয়ে বিশেষ কিছুই করিনি। ওকে বলেছি সবসময় আত্মবিশ্বাস ধরে রেখে স্বাভাবিক থাকতে। ও খুব দ্রুত শিখে। আশা করি নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকে ভালো কিছু উপহার দেবে সে।’