দ্বিতীয় দিনে লিড পেল ওয়েস্ট ইন্ডিজ
এন্টিগা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৯৫ রানের লিড পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে তাদের স্কোর ছয় উইকেটে ২৭২ রান। এর আগে ম্যাচের প্রথম দিন ১৮৭ রানে অলআউট হয়েছিল সফরকারীরা।
আগের দিনের বিনা উইকেটে ৩০ রান নিয়ে শুরু করে দ্বিতীয় দিন দুই ক্যারিবিয়ান ওপেনারই সাবধানী ব্যাটিং করতে থাকেন। ভালো শুরু পেলেও টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানই চল্লিশোর্ধ্ব রান করে আউট হয়ে যান। এরপর শেমরন হেটমায়ার(২১) ও আগের টেস্টের সেঞ্চুরিয়ান ডাওরিচও (৩১) বড় স্কোর করতে ব্যর্থ হন। দলীয় ২৩৬ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটলে অভিজ্ঞ ড্যারেন ব্রাভো(৩৩) ও অধিনায়ক জেসন হোল্ডার(১৯) অবিচ্ছিন্ন থেকে দিনের বাকি সময়টুকু পার করেন। আজ তৃতীয় দিন লিডটাকে যথাসম্ভব বড় করতে চাইবে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ইংলিশদের পক্ষে দলে ফেরা পেসার স্টুয়ার্ট ব্রড তিনটি ও স্পিনার মঈন আলি নেন দুটি উইকেট।
এর আগে ক্যারিবিয়ান পেসারদের তোপের মুখে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮৭ রানে অলআউট হয় জো রুটের দল। কেমার রোচ চারটি ও শ্যানন গ্যাব্রিয়েল নেন তিনটি উইকেট। ইংলিশ ব্যাটসম্যান মঈন আলি সর্বোচ্চ ৬০ ও ওয়ানডাউনে নামা জনি বেয়ারস্টো দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন।