লজ্জার রেকর্ড না হলেও কম লজ্জা হয়নি কুমিল্লার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/02/photo-1549099357.jpg)
একেবারেই কাকতালীয় মিল। এই রংপুর রাইডার্সের বিপক্ষে আসরের শুরুতে লজ্জাজনক ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। মাত্র ৬৩ রানে ইনিংস গুটিয়ে নিয়েছিল তারা। চলমান আসরে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন সংগ্রহ। মাশরাফি বিন মুর্তজার দলকে সামনে পেয়ে আবার যেন খেই হারিয়ে ফেলল কুমিল্লা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানে ইনিংস গুটিয়ে নিয়েছে তামিম ইকবালের দল।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কুমিল্লার বাজে শুরুটাই ইঙ্গিত দিয়েছিল তাদের ব্যাটিং ব্যর্থতার কথা। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তামিম (০) সাজঘরে ফিরেন।
এই ধারাবিহকতা ছিল পুরো ইনিংসেই। একজন ব্যাটসম্যানও পারেননি কিছুটা প্রতিরোধ গড়তে। একপর্যায়ে তো মনে হয়েছিল লজ্জার রেকর্ড গড়ে ফেলবে কি না তারা। শেষ পর্যন্ত তেমন কিছু না হলেও কম লজ্জা পেতে হয়নি তাদের, শতরান হওয়ার আগেই দলের ইনিংস গুটিয়ে যায়।
রবি বোপারা, মাশরাফি বিন মুর্তজা ও নাহিদুল ইসলামের বোলিং তোপেই এই বেহাল দশা হয়েছে তাদের। বোপারা মাত্র সাত রানে তিন উইকেট পান। আর দুটি করে উইকেট নেন মাশরাফি ও নাহিদুল।
অবশ্য বিপিএলে সর্বনিম্ন স্কোর খুলনা টাইটানসের। ২০১৬ সালের বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৪ রানে ইনিংস গুটিয়ে নিয়েছিল তারা।
তবে দুই দলই শেষ চারে খেলা নিশ্চিত করেছে। কুমিল্লা ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং ১৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে রংপুর।