দলের পারফরম্যান্সে রোনালদোর অসন্তোষ

ইতালিয়ান ‘সিরি-এ’ তে পার্মার সাথে ড্র করে পয়েন্ট খুইয়েছে জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল সত্ত্বেও গতরাতে ম্যাচ জিততে পারেনি জুভরা। ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে থেকেও শেষদিকের ভুলে দুই গোল হজম করে পয়েন্ট হারায় রোনালদোর দল। দলের এভাবে পয়েন্ট হারানোয় নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা।
ম্যাচশেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি নিজে গোল পাওয়াতে আনন্দিত। কিন্তু দলের পারফরম্যান্স আমাকে অসন্তুষ্ট করেছে। শেষদিকে আমরা কিছু ভুল করেছি, পার্মা সেই সুযোগটা নিয়ে নিয়েছে।’
আটলান্টার কাছে হেরে গত বুধবার কোপা ইতালিয়া থেকে বিদায় নেয় জুভেন্টাস। এর আগে লিগে ল্যাৎসিওর সাথেও ড্র করে তারা। কিছুদিন ধরে মাঠে এমন দশায় হতাশ হলেও দলের ওপর পূর্ণ আস্থা রেখে রোনালদো বলেছেন, ‘আমরা উদ্বিগ্ন বা পরিশ্রান্ত নই। দলের ভালো খেলার ক্ষমতা ও কোচিং স্টাফের ওপর পূর্ণ আস্থা আছে আমার।’
গত রাতে পার্মার সঙ্গে ম্যাচের শেষ ১৫ মিনিটে আইভরিয়ান উইঙ্গার জার্ভিনহোর জোড়া গোলে হতাশাজনক এক ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে। ভালো খেলেও জিততে না পারায় ম্যাচের পর এমন কথা বলেছেন ৩৩ বছর বয়সী এই জুভেন্টাস তারকা।