ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে বড় ব্যবধানের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ড ৮০ রানের বড় ব্যবধানে হারায় ভারতকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
ওয়েলিংটনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ভারত। ব্যাট হাতে নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও কলিন মুনরো ৮৬ রানের জুটি গড়েন। ২০ বলে ৩৪ রান করে মুনরো থামলেও, ব্যাট হাতে দারুণ ছিলেন উইকেটরক্ষক সেইফার্ট।
অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে দলের রানের চাকা সচল রেখেছিলেন সেইফার্ট। শেষ পর্যন্ত ১৩ ওভারে থেমে যান সেইফার্ট। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৮৪ রানে খলিল আহমেদের শিকার হন এই ডান-হাতি ব্যাটসম্যান। ৪৩ বল মোকাবিলা করে সাতটি চারের পাশাপাশি ছয়টি ছক্কাও মারেন সেইফার্ট। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম হাফ-সেঞ্চুরির ইনিংসটিই তার ক্যারিয়ার সেরা হিসেবে লিপিবদ্ধ হলো।
দলীয় ১৩৪ রানে সেইফার্ট ফিরে গেলেও, অন্য ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের রানের চাকা দ্রুত গতিতেই ঘুড়িয়েছেন। উইলিয়ামসনের ২২ বলে ৩৪, রস টেইলরের ১৪ বলে ২৩ ও শেষদিকে স্কট কুগিলিজনের মাত্র সাত বলে অপরাজিত ২০ রানে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ কিউইদের। বল হাতে ভারতের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
জয়ের জন্য ২২০ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মাকে হারায় ভারত। এক রান করে ফিরেন রোহিত। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ আরেক ওপেনার শিখর ধাওয়ান ও তিন নম্বরে নামা বিজয় শঙ্কর। ধাওয়ান ২৯ ও বিজয় ২৭ রানে থামেন।
তবে মিডল-অর্ডার ব্যাটসম্যানরা পুরোপুরিভাবে ব্যর্থ হওয়ায় ভারতের পরাজয় নিশ্চিত হয়ে যায়। এর মাঝে লড়াই করার চেষ্টা করেছিলেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। তার সাথে ছিলেন ক্রুনাল পান্ডে। তবে বড় ইনিংস খেলতে না পারায় ভারতকে হারের লজ্জা থেকে রক্ষা করতে পারেননি ধোনি ও ক্রুনাল।
ধোনি ৩১ বলে ৩৯ ও ক্রুনাল ১৮ বলে ২০ রান করেন। আর ভারত গুটিয়ে যায় ১৩৯ রানে। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি তিনটি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের সেইফার্ট।
আগামী ৮ ফেব্রুয়ারি অকল্যান্ডের অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।