টানা দুই ফাইনাল হারের হতাশা সাকিবের
বিপিএলে এবার নিয়ে টানা তৃতীয় ফাইনাল খেলল ঢাকা ডায়নামাইটস। ২০১৬ আসরে রাজশাহী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও গত দুই আসরেই ফাইনাল ম্যাচে হেরে গেছে ঢাকা। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে টানা দ্বিতীয়বার রানার্সআপ হওয়ায় হতাশা ঝরে পড়ল অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে। ডায়নামাটস অধিনায়ককে বেশি হতাশ করেছে গতকালের পরাজয়ের ধরন।
ম্যাচশেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাকিব বলেছেন, ‘কুমিল্লা বড় স্কোর করলেও আমরা বেশ ভালো শুরু পেয়েছিলাম। রনি তালুকদার আর থারাঙ্গা অসাধারণ ব্যাট করছিল। মাত্র ১১ ওভারে ১২০ রানের মতো করে ফেলার পর হেরে যাওয়াটা দুখঃজনক।’
সুবিধাজনক অবস্থায় থাকার পরও এমন পরাজয়ের জন্য দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলাকে দায়ী করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলের ব্যাটসম্যানদের এ সময় আরো ঠান্ডা মাথায় ব্যাট করা উচিত ছিল জানিয়ে বলেছেন, ‘ম্যাচ জেতার জন্য নয় ওভার থেকে ৮০ রানের মতো লাগত আমাদের। এমন উইকেটে সাত-আট উইকেট হাতে রেখে কাজটা খুব কঠিন কিছু ছিল না। কিন্তু আমাদের দুর্ভাগ্য এমন জয়ের অবস্থায় থাকার পরও নিয়মিত উইকেট হারিয়েছি আমরা।’
গত আসরের ফাইনালে রংপুর রাইডার্সের ক্রিস গেইল অতিমানবীয় এক ইনিংসে অসহায় বানিয়েছিলেন ঢাকাকে। এবার তামিম ইকবাল বিস্ময়-জাগানিয়া ব্যাটিংয়ে আবার আশাহত করলেন ডায়নামাইটসদের। দুই আসরেই প্রতিপক্ষের একজন করে খেলোয়াড়ের কাছে ম্যাচ হেরে যাওয়ার দুঃখটাও সাকিবকে কষ্ট দিচ্ছে। ম্যাচশেষে তামিমকে প্রাপ্য কৃতিত্ব দিয়ে বলেছেন, ‘এই নিয়ে টানা তিন ফাইনাল খেললাম। এবার নিয়ে দুই আসরে একজন করে ব্যাটসম্যান আমাদের কাছ থেকে ম্যাচটা বের করে নিয়েছে। অধিনায়ক হিসেবে এটা মেনে নেওয়া কষ্টকর। তবে নিঃসন্দেহে তামিম অবিশ্বাস্য ইনিংস খেলেছে।’