সাংসদ মাশরাফির প্রথম আন্তর্জাতিক ম্যাচ

এর আগে ২০২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। ক্যারিয়ারে ৩৬টি টেস্টের পাশাপাশি খেলেছেন ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ। দেশের হয়ে এর আগে ২৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও ২৯৩তম ম্যাচটি (ওয়ানডেতে ২০৩) মাশরাফির জন্য একেবারেই ভিন্নরকম। সংসদ সদস্য হওয়ার পর এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠের ক্রিকেটের পাশাপাশি তাই ঘুরেফিরেই আলোচনায় এলো সাংসদ হিসেবে মাশরাফির প্রথম খেলতে নামা।
কিউই ইনিংসের প্রথম ওভারে মাশরাফি বোলিং করতে আসতেই ধারাভাষ্যকার বলে ওঠেন বাংলাদেশের অধিনায়ক এখন সংসদ সদস্য। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে খেলা চলাকালীন সংসদ সদস্য হয়েছেন ম্যাশ। এর আগে অনেক খেলোয়াড় দেশের পার্লামেন্ট সদস্য হলেও ক্রিকেট ক্যারিয়ার চলাকালীন মাশরাফি দ্বিতীয়জন হিসেবে সাংসদ হয়েছেন। পরের ওভারে আবারও আলাদাভাবে তাঁর দিকে ক্যামেরা তাক করা হয়। ধারাভাষ্য প্যানেল থেকে এবারও আলোচনায় আসে বাংলাদেশ অধিনায়কের পার্লামেন্ট সদস্য হওয়ার বিষয়টি।
এদিন ম্যাচের প্রথম ইনিংসে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ৯ রানে অপরাজিত ছিলেন মাশরাফি। উল্লেখ্য, সাংসদ হওয়ার পর ঘরোয়া বিপিএল দিয়ে মাঠে নামলেও আজই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন ম্যাশ।
আওয়ামী লীগের প্রার্থী হয়ে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। ক্রীড়াবিদ থেকে অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তবে মাশরাফি বিন মুর্তজা দ্বিতীয় ক্রিকেটার, যিনি খেলোয়াড় থাকাকালীনই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া খেলা থেকে অবসর নেওয়ার আগেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে উপমন্ত্রীও হয়েছিলেন এই লঙ্কান ক্রিকেটার।
এ ছাড়া খেলা থেকে অবসর নিয়ে রাজনীতির মঞ্চে অনেকেই সাফল্য পেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। কিংবদন্তি এই ক্রিকেটার গত জুলাইয়ে দেশটির ক্ষমতার মসনদে বসেন।