দলে পরিবর্তন আনবে বাংলাদেশ?

আগামীকাল ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। বড় ধরনের পরিবর্তন না হলেও একটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।
বোলিং শক্তি বাড়াতে রুবেল হোসেনকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাব্বির রহমানের জায়গায় রুবেলের দলে আসার সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে তামিম ইকবাল আর লিটন দাস প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তাঁদের ওপরেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে ভালো কিছু করার ইঙ্গিত দেওয়া সৌম্য সরকার যথারীতি তিনে। এরপর মুশফিক, মিঠুন ও মাহমুদুল্লাহর জন্য ছয় নম্বর পর্যন্ত জায়গা বরাদ্দ নিশ্চিত।
আগের ম্যাচে সাত নম্বরে সাব্বির ব্যর্থ হলেও নয় নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তাই আগামীকালের ম্যাচে মিরাজকে সাতে খেলিয়ে আটে সাইফউদ্দিনকে নামানোর চিন্তাভাবনা করছে ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে বাড়তি বোলার হিসেবে রুবেল দলে আসতে পারেন। এর পরের জায়গাগুলোতে অধিনায়ক মাশরাফি ও মুস্তাফিজুর রহমান। সাব্বিরের বদলি হিসেবে আরেকজন ব্যাটসম্যান খেলানোর চিন্তা করলে দলে আসতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।
তবে সাব্বির দলে থাকলে দ্বিতীয় ওয়ানডেতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।