হারের ম্যাচে মুশফিকের দারুণ কীর্তি
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দলের এই ব্যর্থতার দিনে ভক্ত-সমর্থকরা যখন হতাশ, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের অনন্য এক কীর্তিতে কিছুটা তৃপ্তির ঢেকুর গিলতেই পারে সবাই। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এর আগে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন।
২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছিল মুশফিকের। এরপর উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠেন তিনি। ২০১১ সালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান মুশফিক। ২০১৭ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক থাকলেও, ২০১৪ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে মুশফিককে সরিয়ে দেওয়া হয়।
এখন বাংলাদেশ দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ ধরা হয়ে থাকে মুশফিককে। ২০০ ওয়ানডে খেলে ছয়টি সেঞ্চুরিতে ৫৩৭৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৩৪ দশমিক ৬৭। এ ছাড়া ৬৬টি টেস্টে ৪০০৬ ও ৭৭ টি-টোয়েতে ১১৩৮ রান করেছেন মুশফিক।
তবে এই কীর্তির দিনে খুব একটা সুবিধা করতে পারেননি মুশফিক। ৩৬ বল খেলে ২৪ রান করেছেন। আর দলও হেরেছে বড় ব্যবধানে।
সিরিজে টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আগামী বুধবার ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
পরে তিনটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম টেস্ট হবে হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, দ্বিতীয় টেস্ট ৮–১২ মার্চ ওয়েলিংটনে, তৃতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ১৬–২০ মার্চ।