অ্যাতলেটিকোর কাছে হেরে গেছে রোনালদোর জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। বুধবার রাতে অ্যাতলেটিকোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে শেষদিকের জোড়া গোলে জয় পায় দিয়েগো সিমিওনের দল। একাধিক সুযোগ পেয়েও গোল করার ব্যর্থতায় শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে।
এদিন আক্রমণ আর পাল্টা আক্রমণে দারুণ উত্তেজনা ছড়ালেও গোলের দেখা পেতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় দর্শকদের। ম্যাচের একেবারে শেষদিকে এসে পার্থক্য গড়ে দেন অ্যাতলেটিকোর দুই উরুগুইয়ান ডিফেন্ডার মারিয়া হিমেনেস ও দিয়েগো গডিন। তাদের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে যায় স্প্যানিশ দলটি।
অথচ, ম্যাচের শুরুতেই এগিয়ে যেত পারত জুভেন্টাস। প্রথম চার মিনিটে দুবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল জুভদের। নবম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে রোনালদোর নেওয়া ফ্রি-কিকের বল এক হাত দিয়ে কোনোমতে ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠান অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। পরক্ষণেই কর্নার থেকে নেওয়া লিওনার্দো বোনুচ্চির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
চমৎকার আক্রমণাত্মক ফুটবল হলেও পুরো প্রথমার্ধ গোলশূন্য থাকে। ৫০তম মিনিটে আতলেতিকোর এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট হয়। ডি-বক্সে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা। তিন মিনিট পর ফরাসি তারকা গ্রিজম্যানের দারুণ একটি শট ক্রসবারে বাধা পেলে বেঁচে যায় জুভেন্টাস। ম্যাচের ৭০ মিনিটে অ্যাতলেটিকোর বদলি খেলোয়াড় আলভারো মোরাতার হেড জাল স্পর্শ করলেও ধাক্কা মারার কারণে ফাউলের বাঁশি বাজান রেফারি।
শেষ পর্যন্ত ৭৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় অ্যাতলেটিকো। কর্নার থেকে পাওয়া বলে জোরালো শটে গোল করেন হিমেনেস। ম্যাচের ৮৩ মিনিটে সেটপিস থেকে ব্যবধান দ্বিগুণ করে আতলেটিকো। গ্রিজমানের নেওয়া ফ্রি-কিক জুভেন্টাসের খেলোয়াড়রা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে দুরূহ কোণ থেকে শট নেন দিয়েগো গডিন। রোনালদোর গায়ে লেগে বল জুভেন্টাসের জালে জড়ায়।
কোয়ার্টার-ফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে আগামী ১২ মার্চ ঘরের মাঠে পুনরায় অ্যাতলেটিকোর মুখোমুখি হবে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।