প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির শিরোপা জিতল শেখ জামাল ক্লাব

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির শিরোপা জিতল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ফাইনালে প্রাইম দোলেশ্বরকে ২৪ রানে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ধানমণ্ডির দলটি। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৫৭ রান তোলে নুরুল হাসান সোহানের দল। জবাবে ১৩৩ রানে থেমে যায় দোলেশ্বরের ইনিংস।
ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শেখ জামালের অধিনায়ক সোহান। উদ্বোধনী জুটিতে ৬২ রান তুলে ভালো শুরু করে তাঁর দল। ওপেনার ইমতিয়াজ ৪৪ বলে দুই ছক্কা ও চারটি চারে ৫৬ রান করে আউট হন। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শেখ জামাল ক্লাব। তবে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন অধিনায়ক সোহান ও লেগস্পিনার তানভীর হায়দার। ষষ্ঠ উইকেটে দুজন ৪.৩ ওভারে গড়েন ৪৯ রানের জুটি।
স্পিনিং অলরাউন্ডার তানভীর ১৫ বলে চারটি চার ও একটি ছক্কায় করেন ৩১। ২৭ বলে তিন চারে ৩৩ রান করেন সোহান। নির্ধারিত ২০ ওভারে শেখ জামালের স্কোর দাঁড়ায় ১৫৭ রান।
১৫৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে ফেলে প্রাইম দোলেশ্বর। তবে দুই ওপেনারের বিদায়ের পর তেমন কোনো জুটিই গড়তে পারেনি দোলেশ্বর। অধিনায়ক ফরহাদ রেজা ২০ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৪৫ রানের মারকুটে ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি।
শেখ জামালের পেসার শহিদুল ইসলাম ১৯ রান খরচায় নেন ৪ উইকেট। দলের ওপেনার ইমতিয়াজ ৫৮ রানের ইনিংস খেলে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আর ব্যাট হাতে ১০৭ রান ও বোলিংয়ে ১১ উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা।