পাকিস্তান সিরিজে সুযোগ পেলেন না স্মিথ-ওয়ার্নার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/09/photo-1552117704.jpg)
পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলে সুযোগ হলো না স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া এই দুই ক্রিকেটার পাকিস্তান বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তাদের অপেক্ষা আরো দীর্ঘ হয়েছে।
গেল বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে সফরকারী অস্ট্রেলিয়া। তরুণ খেলোয়াড় ক্যামেরন বেনক্রফটকে বল টেম্পারিংয়ে উৎসাহ দেন স্মিথ-ওয়ার্নার। পরে তা স্বীকারও করেন তারা। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেনক্রফটকে ছয় মাস, স্মিথ-ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল।
বেনক্রফটের নিষেধাজ্ঞা অনেক আগেই শেষ হয়েছে। আর এই মাসের আগামী ২৮ মার্চ শেষ হচ্ছে স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞা। ধারণা করা হচ্ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে রাখা হবে তাদের। সিরিজের মাঝপথে মাঠে নামবেন তারা। কিন্তু শেষ পর্যন্ত নেওয়া হয়নি তাদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে ২২ মার্চ।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, ঝাই রিচার্ডসন, উসমান খাজা, মার্কাস স্টোয়িনিস, কেন রিচার্ডসন, শন মার্শ, অ্যালেক্স ক্যারি, জেসন বেহরেনডর্ফ, পিটার হ্যান্ডসকম্ব, প্যাট কামিন্স, নাথান লিঁও, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান কাটলার নাইল ও এডাম জাম্পা।