নববধূর পাশে মুস্তাফিজ-মিরাজ

বৃহস্পতিবার যখন বিয়ের খবরটা রটে, তখন চারদিকে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। হাজার হোক, বাংলাদেশ ক্রিকেট দলের পেস সেনসেশন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমানের বিয়ে। শুক্রবার নির্ধারিত সময়েই বিবাহ পর্ব সম্পন্ন করেছেন মুস্তাফিজ। বিয়ের কনে সুমাইয়া পারভিন শিমু সম্পর্কে তাঁর মামাতো বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে পড়ছেন শিমু।
গতকাল কনের বাড়িতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় মুস্তাফিজের বিয়ে। ইংল্যান্ড বিশ্বকাপের পর ঘটা করে অনুষ্ঠান করার কথা জানিয়েছে দুই পক্ষই। মুস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের মায়ের পছন্দে বিয়ে করেছেন ‘দ্য ফিজ।’ তাঁর বিয়ের দেনমোহর ধার্য করা হয় পাঁচ লাখ এক টাকা।
এদিকে জাতীয় দলের আরেক তারকা মেহেদী হাসান মিরাজও অনেকটা হুট করেই শুভকাজটা সম্পন্ন করে ফেলেছেন। বৃহস্পতিবার রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিরাজ। খুলনার খালিশপুরে মিরাজের শ্বশুরালয়ে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। শ্বশুর বেলাল হোসেন পেশায় চাকরিজীবী। বিয়ের কনে প্রীতি পেশায় ছাত্রী। আগামী ঈদের পর বিয়ের অনুষ্ঠান করার কথা জানিয়েছেন মিরাজ।