দেখিয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স
কেন তারা বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন ও এই মুহূর্তে সবচেয়ে সমীহ জাগানিয়া দল, সেটা বুঝিয়ে দিল ফ্রান্স। ইউরো-২০২০ এর বাছাইপর্বে সোমবার রাতে স্তাদ দি ফ্রান্সে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে দিদিয়ের দেশমের দল। এর আগে মলদোভাকে ৪-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে পুরো ম্যাচটা একতরফা খেলেছে ফ্রান্স। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আইসল্যান্ডকে নড়বরে করে দেয় দেশমের দল। ম্যাচের ১২ মিনিটে স্যামুয়েল উমতিতির গোলে এগিয়ে যায় ফরাসিরা। কিলিয়ান এমবাপ্পের বাড়ানো ক্রসে দুর্দান্ত হেড করে গোল করেন বার্সা ডিফেন্ডার।
ব্যবধান দ্বিগুণ করতে একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে আর গোল পায়নি ফরাসিরা। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে জালের দেখা পান অলিভার জিরু। ডান দিক থেকে পাভার্দের ক্রস থেকে অনায়াসে গোল করে ফ্রান্সকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জিরু।
ফ্রান্স খেলবে আর মাঠে থাকা এমবাপ্পে গোল পাবেন না, এটা কি হয়? ম্যাচের ৭৮ মিনিটে স্কোরারের খাতায় নাম লেখান এই পিএসজি সুপারস্টার। অ্যান্টন গ্রিজমানের পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে স্কোরলাইন ৩-০ করেন এমবাপ্পে। এরপরও ফ্রান্সের গোলক্ষুধা মেটেনি। ৮৪ মিনিটে এমবাপ্পের ব্যাক হিলে বাড়ানো বল ধরে আইসল্যান্ডের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে গ্রিজমান ব্যবধানটা ৪-০ করে ফেলেন। অসাধারন এক জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।
‘এইচ’ গ্রুপের অন্যান্য ম্যাচে মলদোভাকে ৪-০ গোলে হারিয়েছে তুরস্ক। আর অ্যান্ডোরার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আলবেনিয়া। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে ফ্রান্স।