বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজও?

গতকাল অনেকটা আকস্মিকভাবেই নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর বাতিল করার খবর আসে। বাংলাদেশে না আসার কারণ হিসেবে কিউই ক্রিকেট বোর্ডের তরফে উল্লেখ করা হয়, মার্চে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি কিউই যুবারা। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলে খেলা সবার বয়সই কম হওয়ায়, তাদের অভিভাবকদের কাছ থেকেও কিছুটা আপত্তি থাকার কথা জানানো হয়। এসবের মধ্যে নতুন খবর হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশ সফরও বাতিল হয়ে যেতে পারে।
আজ সোমবার দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। আলাপচারিতায় ক্যারিবিয়ান দলটির বাংলাদেশ সফর নিয়ে সংশয়ের কথা জানান তিনি। তবে বিসিবির নির্বাহী কর্মকর্তার বরাতে জানা গেছে, উইন্ডিজ ‘এ’ দল না আসলে সেটা নিরাপত্তাজনিত কোনো কারণে হবে না, ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের আর্থিক সমস্যাই এই সফর নিয়ে অনিশ্চয়তার মূল কারণ।
সংবাদমাধ্যমকে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সফরটা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশে সফরের ব্যাপারে ওদের পরিকল্পনা ছিল। তবে ওদের বোর্ডের কিছু সীমাবদ্ধতা আছে, সেটা বলা আমাদের জন্য ঠিক হবে না। তবে এটুকু বলতে পারি, ব্যাপারটা নিরাপত্তাজনিত নয়।’
আগামী মাসে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে বাংলাদেশের আসার কথা ছিলো ক্যারিবীয় 'এ' দলের। সফরে পাঁচটি একদিনের আনঅফিশিয়াল ওয়ানডে এবং তিনটি চারদিনের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল ক্যারিবিয়ানদের। তবে বিসিবির নির্বাহী জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল না আসলেও, বাংলাদেশ ‘এ’ দলের ব্যস্ততা তেমন একটা কমবে না। ‘এ’ দলকে খেলার মধ্যেই রাখার পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের। আর অনূর্ধ্ব-১৯ দলকে বেশি করে বিদেশমুখী করার চিন্তা করছে বিসিবি। নিউজিল্যান্ড সফর বাতিল হওয়ায় যুবাদের সূচি অনুযায়ী পরবর্তী ইংল্যান্ড সফরের দিকে গুরুত্ব দিতে চাইছে বোর্ড।