বিয়ের আনুষ্ঠানিকতা সারার অপেক্ষায় মুমিনুল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/04/18/photo-1555564701.jpg)
ক্রিকেটার মুমিনুল হকের বিয়ের খবর বেশ পুরোনো। তবে আনুষ্ঠানিকতা এখনো বাকি। আগামীকাল শুক্রবার সেই আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মিরপুরের পিএসসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনা।
কনে ফারিহা বাশারের বাসা মিরপুর ডিওএইচএসে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। এরই মধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র বিলি হয়ে গেছে। এখন শুধু সানাইয়ের সুর বেজে ওঠার অপেক্ষা। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন শেষবার। সতীর্থদের মধ্যে বিয়ের আমন্ত্রণ কার্ড বিলি করার পর বেশ কিছুক্ষণ সময় কাটান।
অন্যদিকে, মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনার দিনই ডিপিএলের সুপার লিগের ম্যাচে খেলবে তাঁর দল রূপগঞ্জ। বিয়ের অনুষ্ঠানের সময় আগেই নির্ধারণ থাকার কারণে সেটাও পেছনো সম্ভব নয়। সুপার লিগের সময় প্রকাশ হওয়ার পর সিসিডিএমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ মাহমুদকে ম্যাচটির সময় পরিবর্তনের জন্য অনুরোধ করেন মুমিনুল। তবে সেটা আর সম্ভব হয়নি। তাই ১৯ এপ্রিল ডিপিএলের ম্যাচটি মিস করে আনুষ্ঠানিকভাবে বউকে ঘরে তুলতে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিকে কদিন আগে বিয়ের পিঁড়িতে বসেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গত ২২ মার্চ কাটার-মাস্টার বিয়ে করেন মায়ের পছন্দের পাত্রী সুমাইয়া ইসলামকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আর মিরাজ নিজের শহর খুলনার মেয়ে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। দুজনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ পায় গত ২১ মার্চ।
অবশ্য এর কিছুদিন আগে চুপিসারে বিয়েটা সেরে ফেলেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানও। সাব্বিরের স্ত্রী অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঢাকার বাসায় দুই পক্ষের অল্প কয়েকজন আত্মীয়স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় আকদের আনুষ্ঠানিকতা।