অস্ট্রেলিয়ায় আর খেলবেন না ওয়াটসন

২০১৫ সালে দেশের মাটিতে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। এরপর জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, সেটাও প্রায় তিন বছর আগের ঘটনা। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের হয়ে নিয়মিত টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন শেন ওয়াটসন। খেলছিলেন অস্ট্রেলিয়ার বিগব্যাশ টি-টোয়েন্টিতেও। কিন্তু ঘরোয়া এই আসরটাকেও এবার বিদায় বলে দিলেন সাবেক এই অসি অলরাউন্ডার। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে আর কখনো খেলতে দেখা যাবে না ৩৭ বছর বয়সী ওয়াটসনকে।
২০১৬ সালে মোহালিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বশেষ অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নামেন শেন ওয়াটসন। এর আগের বছরই বিগব্যাশের দল সিডনি থান্ডার্সে যোগ দিয়েছিলেন তিনি। গত তিন মৌসুমে দলটির অধিনায়কত্ব করা এই অসি ক্রিকেটার থান্ডার্সের জার্সি গায়ে বিগব্যাশে মোট ৪০টি ম্যাচে মাঠে নামেন। এ সময়ে ২৬.৬৮ গড়ে দলের পক্ষে সর্বোচ্চ ১০১৪ রানও এসেছে ডানহাতি এই অলরাউন্ডারের ব্যাট থেকে।
গত বছর থান্ডার্সের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি নবায়ন করেন ওয়াটসন। তবে পরিবারকে আরো সময় দেওয়ার কথা ভেবে এক বছর আগেই বিদায় বলে দিলেন তিনি। এদিকে ওয়াটসনের বিদায়কে স্বাগত জানিয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সিডনি থান্ডার্স। বিদায়বেলায় তাঁকে ‘সীমিত ওভারের ক্রিকেটের দুর্দান্ত একজন তারকা’ হিসেবে অভিহিত করে দলটি।
এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলিয়ার মাটিতে আর খেলতে দেখা যাবে না দুর্দান্ত এই অলরাউন্ডারকে। অসিদের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ওয়াটসন বলেন, ‘চার মৌসুম ধরে সিডনি থান্ডার্সে আমার সঙ্গে থাকা সবাইকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাতে চাই। এই দলটি থেকে যতটা সমর্থন পেয়েছি, সেটা আমি মিস করব। ভালো-খারাপ সব সময় যেভাবে সাহস জুগিয়েছে সবাই, তা কখনো ভোলার নয়।’
তবে বিগ ব্যাশ থেকে অবসর নিলেও হয়তো আইপিএলে আরো কিছুদিন দেখা যাবে ওয়াটসনকে। এ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা তারকা এই ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ব্যাপারে এখনো কিছু বলেননি।