আয়ারল্যান্ডে প্রথম অনুশীলন করল বাংলাদেশ দল
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ খেলতে বুধবার সকালে ঢাকা ছেড়ে যায় বাংলাদেশ দল। নির্ধারিত সময়েই ডাবলিনে গিয়ে পৌঁছায় দল। তবে আলাদাভাবে ডাবলিনে গেছেন তিনজন ক্রিকেটার। মঙ্গলবার রাতেই ঢাকা ছেড়ে যান দলের সঙ্গে নতুন করে যুক্ত হওয়া দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। আর বুধবার রাতে পরিবারকে নিয়ে আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আয়ারল্যান্ডে পৌঁছে বৃহস্পতিবার অনুশীলনে নেমে গেছে বাংলাদেশ দল।
ডাবলিনের পেমব্রক ক্রিকেট ক্লাবে বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলন শেষ করে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে গা-গরম করা ছাড়াও ব্যাটিং, বোলিং এবং ফিটনেস অনুশীলন করতে দেখা গেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তবে অনভ্যস্ত কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে ফিটনেস অনুশীলনকেই গুরুত্ব দেওয়া হয় প্রথম দিনের অনুশীলনে।
আয়ারল্যান্ডের এই ত্রিদেশীয় সিরিজটাকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ দল। ইংল্যান্ডে হতে যাওয়া এবারের বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে অনেকটাই মিল আছে আয়ারল্যান্ডের। তবে আইসিসি ইভেন্ট হিসেবে ইংলিশ পিচগুলো একটু বেশি ব্যাটিং সহায়ক হতে পারে। ত্রিদেশীয় এই সিরিজে বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি তৃতীয় দল হিসেবে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ৫ মে থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ মে। ত্রিদেশীয় এই সিরিজে তিনটি দল দুবার করে একে অপরের মোকাবিলা করবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনাল খেলবে। আয়ারল্যান্ড সিরিজ শেষ করে বিশ্বকাপ খেলার জন্য সেখান থেকে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সূচি
৫ মে, ২০১৯ : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫)
৭ মে, ২০১৯ : বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫)
৯ মে ২০১৯ : বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, দ্য ভিলেজ (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫)
১১ মে ২০১৯ : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্য ভিলেজ (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫)
১৩ মে ২০১৯ : বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্য ভিলেজ (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫)
১৫ মে ২০১৯ : বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫)
১৭ মে ২০১৯ : ফাইনাল, দ্য ভিলেজ (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫)