বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ড বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২৭ দিন বাকি। কিন্তু আসর শুরুর আগেই একের পর এক ইনজুরির থাবায় দুশ্চিন্তায় পেয়ে বসেছে অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা দলকে। কিছুদিন আগে চোট নিয়ে আইপিএল অসমাপ্ত রেখে দেশে ফিরেছেন তারকা পেসার ডেল স্টেইন। ডানহাতি এই পেসার বিশ্বকাপ খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। এরই মধ্যে নতুন উদ্বেগ হয়ে এসেছে দলের মূল স্ট্রাইক বোলার কাগিসো রাবাদার ইনজুরি। পিঠের ইনজুরিতে এবারের মতো আইপিএল শেষ হয়ে গেছে দ্রুতগতির এই পেসারের। অনিশ্চয়তার মধ্যে পড়েছে তাঁর বিশ্বকাপ খেলাটাও।
আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন রাবাদা। বল হাতে আগুন ঝরিয়ে ১২ ম্যাচে তুলে নিয়েছিলেন ২৫টি উইকেট। চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও তিনিই। বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটা মিস করেন তিনি। তাঁর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছিল, সামান্য চোট থাকায় খেলতে পারেননি তিনি। তবে এরপরই বড় দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছেন রাবাদা নিজেই। জানিয়েছেন, চোটের কারণে দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে।
দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা নিশ্চিত করে ডানহাতি এই পেসার বলেন, ‘টুর্নামেন্টের এই পর্যায়ে এসে দিল্লি ক্যাপিটালস ছেড়ে যাওয়াটা আমার জন্য খুবই হতাশার ব্যাপার। তবে বিশ্বকাপ আসতে মাত্র এক মাস বাকি থাকায় সবাই মিলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’
দিল্লির হয়ে এ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন রাবাদা। অনেক বছর পর দিল্লিকে প্লে-অফ রাউন্ডে আনতে বড় ভূমিকা পালন করা এই পেসার বিদায়বেলায় দলকে শুভকামনা জানিয়ে বলেন, ‘ক্যাপিটালসের হয়ে এটা আমার দুর্দান্ত মৌসুম ছিল। সেটা যেমন মাঠে, তেমনি মাঠের বাইরেও। আমি বিশ্বাস করি, আমাদের দল এবার শিরোপা জিততে পারবে।’
কাগিসো রাবাদার ইনজুরির ফলে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলের পেস আক্রমণে পুরো ফিট এমন কেউ আর রইলেন না। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ডেল স্টেইন ও লুঙ্গি এনগিডি ভুগছেন ইনজুরিতে। আরেক পেসার এনরিক নোরয়ে আগে থেকেই কাঁধের ইনজুরির কারণে মাঠের বাইরে।