আর্চারের বাউন্সারে আহত আমলা
ইংল্যান্ডের বিশাল লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ৪৪ রানের দুই উইকেট হারিয়ে বসে। এর চেয়ে হাতাশার খবর ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে ইংলিশ পেসার জফরা আর্চারের দ্রুত গতির এক বল লাফিয়ে উঠে আঘাত হানে দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান হাশিম আমলার হেলমেটের গ্রিলে। এর পরই মাঠ ছেড়ে যান প্রোটিয়া ওপেনার।
মাঠ ছাড়ার আগে আট বলে পাঁচ রান করেন আমলা। আর্চারের সে ওভারে একটি চার মেরেছিলেন তিনি।
ইংলিশ পেসার আর্চারকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত দারুণ গতির জন্যই। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর প্রমাণ দিয়েছেন প্রতিপক্ষ পেসারকে দারুণ গতিতে পরাস্ত করে।
এর আগে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড আট উইকেট হারিয়ে ৩১১ রান করে। ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার ওপেনার জনি বেয়ারস্ট্রোর উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। স্পিনার ইমরান তাঁকে সাজঘরে ফেরান। এই ধাক্কা সামলে স্বাগতিকরা শেষ পর্যন্ত বড় সংগ্রহই গড়েছে।
মিডল অর্ডারে নামা বেন স্টোকস ইংল্যান্ডকে বড় সংগ্রহ গড়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তিনি ৭৯ বলে ৮৯ রান করেন। এ ছাড়া জেসন রয় (৫৪), রুট (৫১) ও মরগান (৫৭) দারুণ কয়েকটি ইনিংস খেলেন।
ইমরান তাহিয়ে ৬১ ও রাবাদা ৬৬ রানে দুটি করে উইকেট নেন। আর লুঙ্গি ৬৬ রানে তিন উইকেট পান।