মুশফিককে পেয়ে দারুণ খুশি সিলেট সুপারস্টার্স
নিলাম অনুষ্ঠান শেষে হাসিমুখেই বেরিয়ে এলেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিলেট সুপারস্টার্সের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম জানালেন প্রত্যাশা অনুযায়ী দল গঠন করার কথা। তবে তাঁরা সবচেয়ে বেশি খুশি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে পেয়ে।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট মুশফিকের পাশাপাশি জাতীয় দলের আরো তিন ক্রিকেটারকে দলে নিয়েছে। পেসার রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ এবং বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা। এ ছাড়া জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ও উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিককে দলে ভেড়ায় সিলেট।
তাদের বিদেশি সংগ্রহও বেশ ভালো। পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান শহীদ আফ্রিদি, পেসার সোহেল তানভীর, ইংল্যান্ডের ব্যাটসম্যান রবি বোপারা ও শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিসের মতো তারকাকে দলে নিয়েছে সিলেট।
সিলেট সুপারস্টার্সের ফ্র্যাঞ্চাইজি আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলামের প্রত্যাশা এই দল নিয়ে শিরোপা জেতার, ‘ঠিক যেভাবে চিন্তা করেছিলাম, সে অনুযায়ী আমাদের দলটা গঠন করেতে পেরেছি। সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে, মুশফিককে চেয়েছিলাম তাঁকেই পেয়েছি আমরা। তাঁর মতো উঁচুমানের একজন ব্যাটসম্যান আমাদের দলে থাকা মানে দলকে আরো বেশি অনুপ্রাণিত করবে। তাই আশা করছি এই দল নিয়ে শিরোপা জেতার।’
তৃতীয় বিপিএলে সিলেট সুপারস্টার্স
দেশি : মুশফিকুর রহিম (আইকন), রুবেল হোসেন, মুমিনুল হক, আবদুর রাজ্জাক, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন ও আবু সায়েম।
বিদেশি : শহীদ আফ্রিদি, রবি বোপারা, ব্র্যাড হগ, সোহেল তানভীর, ক্রিস জর্ডান, জশুয়া কব ও অজন্তা মেন্ডিস।