উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের দারুণ জয়
৪৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডের জয়ের আশা হয়তো কেউই করেননি। তবে ম্যাচটি ড্র করার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটাররা। আর মাত্র কয়েক ওভার ব্যাটিং করতে পারলেই ম্যাচ বাঁচাতে পারত অ্যালিস্টার কুকের দল। কিন্তু পাকিস্তানের দুই স্পিনার ইয়াসির শাহ ও জুলফিকার বাবরের দারুণ বোলিংয়ে শেষরক্ষা হয়নি ইংল্যান্ডের। পঞ্চম দিনের খেলা শেষ হওয়ার কয়েক ওভার আগে অলআউট হয়ে হেরে যেতে হয়েছে ১৭৮ রানে। উত্তেজনাপূর্ণ ম্যাচে দারুণ এই জয় দিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
৩ উইকেটে ১৩০ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। আশার প্রতীক হয়ে উইকেটে ছিলেন জো রুট। কিন্তু শেষ দিনে খুব বেশিক্ষণ উইকেট কামড়ে থাকতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। দিনের ১৩তম ওভারে রুটকে আউট করে পাকিস্তান শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন বাবর। এর পর নিয়মিত বিরতিতে আউট হয়েছেন জনি বেয়ারস্ট্র (২২), জস বাটলার (৭) ও বেন স্টোকস (১৩)। অষ্টম উইকেটে ৬০ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আদিল রশিদ ও স্টুয়ার্ট ব্রড। কিন্তু ৩০ রান করা ব্রডকে বোল্ড করে পাকিস্তানকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেন ওয়াহাব রিয়াজ। রশিদ অবশ্য তখনো হাল ছাড়েননি। নবম উইকেটে মার্ক উডের সঙ্গে জুটি বেঁধে আরো কিছুক্ষণ লড়াই চালিয়ে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২৯.২ ওভার ব্যাটিং করে তাঁরা যোগ করেছিলেন ৫৫ রান। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ইয়াসির শাহর শিকারে পরিণত হয়ে। তার আগে তিনি খেলেছেন ক্যারিয়ারসেরা ৬১ রানের ইনিংস। উডের ব্যাট থেকে এসেছে ২৯ রান।
১ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট।