কোহলিকে যেভাবে বোকা বানালেন নবি (ভিডিও)

ভারতকে ২২৪ রানে গুটিয়ে দেয় আফগানিস্তান। ভারতের কোনো ব্যাটসম্যানই বড় কোনো ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলি ৬৭ রান করেন। তবে দুর্দান্ত অফব্রেকে কোহলিকে ফেরান মোহাম্মদ নবি। পয়েন্টে থাকা রহমত শাহ কোহলির ক্যাচটি লুফে নেন। বোকা হয়ে যান কোহলি।