মেসির স্বপ্নভঙ্গ করে কোপার ফাইনালে ব্রাজিল

জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শিরোপার আরো একটি ব্যর্থ লড়াই দেখল ফুটবলবিশ্ব। এবার মেসির স্বপ্নভঙ্গ হলো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে। কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলের পরাজয় বরণ করল আর্জেন্টিনা। অন্যদিকে, এই জয়ের মাধ্যমে এক যুগের খরা কাটিয়ে ফাইনালের স্বাদ পেল ব্রাজিল। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
আজ ব্রাজিলের বিপক্ষে মেসি তাঁর ছন্দ কিছুটা খুঁজে পেলেও দলগতভাবে খুব একটা সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা।
প্রথমার্ধের ১৯ মিনিটেই ম্যাচের লিড নেয় ব্রাজিল। গোলের নায়ক ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। রবার্তো ফিরমিনোর কাছ থেকে বল পেয়ে আর্জেন্টিনার জালে খুব সহজেই বল জড়ান তিনি। তবে এ গোলের বড় অবদান ব্রাজিল অধিনায়ক দানি আলভেজের। তিনিই শুরুতে দারুণভাবে বল তৈরি করে দেন ফিরমিনোর কাছে।
তবে ৩০ মিনিটেই গোল শোধ হতো মেসি বাহিনীর। ফ্রিকিক থেকে মেসির শট হেড করেন ম্যানচেস্টার সিটি তারকা আগুয়েরো। কিন্তু হেডটি ব্রাজিলের গোলপোস্টের বারে লেগে ফিরে আসে। সেইসঙ্গে গোলের অপেক্ষা দীর্ঘ হয় আর্জেন্টিনার।
৩৬ মিনিটে আবারও আক্রমণে যায় আর্জেন্টিনা। বার্সেলোনা তারকা লিওনেল মেসি দারুণভাবে বল তৈরি করে দেন আগুয়েরোর কাছে। তিনিও শট নেন গোলপোস্ট বরাবর। কিন্তু ব্রাজিলের রক্ষণভাগের দক্ষতায় গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
এরপর প্রথমার্ধে দুই দলই তেমন কোনো আক্রমণ দেখাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ছন্নছাড়া ফুটবলের ৬৬ মিনিটে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। ফ্রিকিক পেয়ে গোলপোস্ট বরাবর দারুণভাবে শট নেন মেসি। কিন্তু ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের দক্ষতায় ব্যর্থ হতে হয় আর্জেন্টিনাকে।
গোল পেতে মরিয়া আর্জেন্টিনাকে আর কোনো সুযোগ না দিয়েই ম্যাচের ৭১ মিনিটে আবারও গোল করে ব্রাজিল। এবার গোলের নায়ক ফিরমিনো। আর্জেন্টিনার রক্ষণভাগের ব্যর্থতার সুযোগ নিয়ে জেসুসের পাস থেকে গোল করেন ফিরমিনো। ব্রাজিল এগিয়ে যায় ২-০ গোলে। সেইসঙ্গে আর্জেন্টিনার হতাশার পথ আরো দীর্ঘ হতে থাকে।
এরপর যেন আর কোনো সুযোগই হাতে আসেনি আর্জেন্টিনার।
শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেই এক যুগ পর কোপা আমেরিকায় ফাইনালের স্বাদ পেল ব্রাজিল। আর এদিকে মেসির শিরোপার লড়াই যেন দীর্ঘ হলো আরো।