যে শর্তে বিচ্ছেদ এড়ালেন গার্দিওলা

কোচিং ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় পার করছেন পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা হারিয়েছে ম্যানচেস্টার সিটি। বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। এর মাঝে খানিকটা হলেও স্বস্তির খবর, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এড়িয়েছেন গার্দিওলা। গোল ডটকম আজ শুক্রবার (২৫ এপ্রিল) প্রকাশ করেছে এই খবর।
চলতি বছরের শুরুতে স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে ৩০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন গার্দিওলা। তবে, সম্প্রতি তিনদিন একসঙ্গে ছিলেন দুজন। বার্সেলোনাতে থাকার পর সিদ্ধান্ত বদলেছে এই দম্পতি। বিচ্ছেদের পথ থেকে সরে আসার কথা ভাবছেন তারা।
এর জন্য অবশ্য গার্দিওলাকে শর্ত জুড়ে দিয়েছেন ক্রিস্টিনা। প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কাতালুনিয়ায় যেতে হবে গার্দিওলার। সময় কাটাতে হবে স্ত্রী ও সন্তানদের সঙ্গে। বলা যায়, স্বামীকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন তার স্ত্রী।
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে যৌথযাত্রা শুরু হয় গার্দিওলার। এরপর বার্সেলোনায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৪ সালে। কিন্তু, বিয়ের ১০ বছরের মাথায় নিজেদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নেন এই দুজন। গার্দিওলা-ক্রিস্টিনা দম্পতি তিন সন্তানের বাবা-মা। তিন সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪, ছেলে মারিয়াসের ২২ এবং সবার ছোট মেয়ে ভালেন্তিনার বয়স ১৭।