বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে বড় পরিবর্তন
আফগানিস্তানের হাতে ‘লাঞ্ছনা’র প্রভাব ভালোই পড়েছে জিম্বাবুয়ের ক্রিকেটে। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত জিম্বাবুয়ে দলে তাই বড় ধরনের পরিবর্তন। আফগানিস্তান সিরিজে খেলা চারজন জাতীয় দল থেকে বাদ পড়ে জায়গা পেয়েছেন ‘এ’ দলে। আর দলে ফিরেছেন লেগস্পিনার গ্রেম ক্রেমার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিজিস চাকাবভা।
গত সপ্তাহে আফগানিস্তান ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে হারিয়ে দিয়েছে। কোনো টেস্ট দলের বিপক্ষে আইসিসির সহযোগী সদস্যের এটাই প্রথম ওয়ানডে সিরিজ জয়। সেখানেই না থেমে দুটো টি-টোয়েন্টিও জিতে নিয়েছে আফগানরা।
এই ব্যর্থতার প্রভাব পড়েছে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের দলে। আফগানিস্তান সিরিজের দলে থাকা ক্রিস্টোফার পোফু, ব্রায়ান চারি, কেভিন কাসুজা ও তিনোতেন্দা মুতোমবোদজি বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন না। চারজনই যোগ দিচ্ছেন জিম্বাবুয়ে ‘এ’ দলে। নভেম্বরে ঘরের মাঠে যে দলটি তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হবে।
তবে কপাল খুলেছে চাকাবভার। অক্টোবরের মাঝামাঝি জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি চার দিনের ম্যাচের দুই ইনিংসেই শতক করার পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে, গোড়ালির চোট কাটিয়ে ফিরেছেন ক্রেমার। অক্টোবরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে চার উইকেট নেওয়া এই লেগস্পিনার আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারেননি।
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২ নভেম্বর ঢাকার মাটিতে পা রাখবে জিম্বাবুয়ে দল। ৫ নভেম্বর ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে অতিথিরা। ওয়ানডে সিরিজ হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-টোয়েন্টি। পাঁচটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রিজিস চাকাবভা, চামু চিভাভা, তেন্দাই চিসোরো, গ্রেম ক্রেমার, ক্রেইগ আর্ভিন, লুক জংউই, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তাউরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস।