জিম্বাবুয়ের বিপক্ষে সতর্ক থাকার পরামর্শ নান্নুর
সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ হয়েছে জিম্বাবুয়ে। ওয়ানডে আর টি-টোয়েন্টি দুটো সিরিজেই হারের দুঃখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে তারা। আফগানদের হাতে ধরাশায়ী হলেও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাঁর ধারণা, সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ হলেও বাংলাদেশে এসে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে জিম্বাবুয়ের।
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২ নভেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে। ৫ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৭, ৯ ও ১১ নভেম্বর ওয়ানডে সিরিজের পর ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নান্নু সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি সম্প্রতি জিম্বাবুয়ে ঘরের মাঠে খুবই বাজে পারফর্ম করেছে। তাই বলে তাদের দুর্বল ভাবলে ভুল হবে। কারণ তারা বাংলাদেশে অনেকটা চেনা পরিবেশে খেলবে। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোরও চেষ্টা করবে। তাদের মোকাবিলা সতর্কতার সঙ্গে করতে হবে আমাদের।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক নান্নুর ধারণা, একটানা খেলার মধ্যে আছে বলেই হয়তো জিম্বাবুয়ের পারফরম্যান্স ভালো হচ্ছে না, ‘তারা টানা কয়েকটি সিরিজ খেলেছে। তাদের বাজে পারফরম্যান্সের অন্যতম কারণ হয়তো এটাই। এমনটা যেকোনো দলেরই হতে পারে।’
তবে এবারের বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন নান্নু, ‘জিম্বাবুয়ে টেস্ট খেলুড়ে দেশ। তাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে। বাংলাদেশের বিপক্ষে তাদের ভালো করার সামর্থ্যও আছে।’
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সফরে টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে বিধ্বস্ত হয়েছিল তারা। এবারও স্পিন-নির্ভর দল গড়ার পরিকল্পনার কথা জানিয়ে নান্নু বলেন, ‘জিম্বাবুয়ে বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত। বাংলাদেশের কন্ডিশনে স্পিনারদের বিপক্ষে খেলা তাদের ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিন। তাই আমরা স্পিন আক্রমণ সমৃদ্ধ দল গড়ার পরিকল্পনা করছি।’