বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের স্পন্সর ‘প্রাণ আপ’
গত এপ্রিলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে জাতীয় দলের জার্সির স্পন্সর ছিল ‘প্রাণ আপ’। ‘প্রাণ ফ্রুটো’ পণ্য দিয়ে প্রথমবারের মতো তারা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছিল। এবার ‘প্রাণ আপ’ বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের লোগো উন্মোচন করা হয়েছে।
লোগো উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী।
জিম্বাবুয়ে সিরিজে প্রাণ গ্রুপকে পাশে পেয়ে জালাল ইউনুস আনন্দিত। তিনি বলেন, ‘পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো খেলাকেই এগিয়ে নেওয়া সম্ভব নয়। জিম্বাবুয়ে সিরিজে প্রাণ গ্রুপ এগিয়ে আসায় আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও তাদের এভাবে পাশে পাব আমরা।’
স্পন্সর হতে পেরে আহসান খান চৌধুরীও খুশি, ‘আগেও আমরা ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছিলাম। সুযোগ পেলে ভবিষ্যতেও ক্রিকেটের ডাকে সাড়া দিতে আমরা প্রস্তুত। এই সিরিজের স্পন্সর হতে পেরে আমরা গর্বিত। ক্রিকেটের মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের সুনাম ছড়িয়ে পড়ছে। আশা করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
লোগো উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক রিজওয়ান বিন ফারুক এবং প্রাণের কর্মকর্তা মনিরুল ইসলাম ও হাসিব কামাল।