হাল ছাড়তে নারাজ তামিম

জয় দিয়ে ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক রাঙাতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু বিদায়ী তারকা লাসিথ মালিঙ্গার দিনে পারলেন না সেই লক্ষ্য ছুঁতে। ফলাফল বড় ব্যবধানে হার। বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ব্যর্থতার দায় নিয়ে মাঠ ছাড়া তামিম এখনই হাল ছাড়ছেন না। পরের ম্যাচকে পাখির চোখ মেনেই সিরিজে ফিরতে চান বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপে সময়টা ভালো কাটেনি। নতুন দায়িত্ব পেয়ে চেয়েছিলেন বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলে যেতে। কিন্তু মালিঙ্গার ইয়র্কারে ভূপাতিত হয়ে নিজে ফিরেছেন শূন্য রানে। দলও ব্যর্থ। সব মিলিয়ে খারাপ সময় যেন পিছু ছাড়ছে না দেশের অন্যতম এই ব্যাটসম্যানের। তবে দলের ব্যর্থতার দায় সঙ্গে নিয়েই সামনের দিকে আগাতে চান বাঁহাতি এই ওপেনার।
ম্যাচ শেষে করুণ পরাজয় নিয়ে তামিমের ভাষ্য, “আমি অবশ্যই কিছুটা ধুঁকছি। আর আমি যখন অধিনায়ক, ভালো পারফর্ম করা শুরু করা উচিত। সামনের ম্যাচগুলোতে সামনে থেকেই নেতৃত্ব দিতে হবে। একটা সময় মনে হচ্ছিল আমাদের লক্ষ্য ৩৫০-৩৬০ রানে ঠেকবে। সেখান থেকে ছেলেরা মানসিক শক্তির পরিচয় দিয়েছে।’
তিন ম্যাচের সিরিজে গতকাল ৯১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হাতছাড়া হওয়ায় দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা-মরার। এমন কঠিন চ্যালেঞ্জে টিকে থাকা কঠিন হলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের মুখে। তামিমের কথায়, ‘আরো দুই খেলা বাকি, আশা করছি আরো ভালো করতে পারব। যে স্কোয়াড নিয়ে খেলছি তাদের নিয়ে আমি খুশি। তাদের ওপর ভরসা করতে হবে। তাদের সামর্থ্য আছে। কেবল দায়িত্ব নিতে হবে। আশার কথা হলো আমরা এখনো লড়াইয়ে আছি।'
উল্লেখ্য, আগামীকাল রোববার একই ভেন্যুতে সিরিজে টিকে থাকার লড়াইয়ে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।