বার্সাকে বিদায় বলে দিলেন ম্যালকম

বার্সেলোনার সঙ্গে এখনো চার বছরের চুক্তি আছে ব্রাজিল উইঙ্গার ম্যালকমের। তবুও কাতালান ক্লাবটিকে বিদায় বলে দিলেন তিনি। ব্রাজিলীয় এই তারকার নতুন ঠিকানা রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ।
অবশ্য বার্সেলোনার চেয়ে বেশি ইউরো দিয়েই ম্যালকমকে কিনেছে জেনিত সেন্ট পিটার্সবার্গ। তরুণ এই উইঙ্গারকে কিনতে রাশিয়ান ক্লাবটির খরচ প্রাথমিকভাবে চার কোটি ইউরো। চুক্তির শর্ত মোতাবেক, পরবর্তীতে এ খরচ আরো ৫০ লাখ ইউরো বেড়ে যেতে পারে।
জানা যায়, আপাতত জেনিথের সঙ্গে আগামী পাঁচ বছরের চুক্তিবদ্ধ হয়েছেন ম্যালকম।
গত বছর জুলাই মাসে বার্সেলোনায় যোগ দেন ম্যালকম। বার্সার হয়ে গত এক বছরে মোট ২৪টি ম্যাচ খেলে চার গোল করেন তিনি। এর আগে ফরাসি ক্লাব বোর্দোর হয়ে খেলতেন ম্যালকম।