পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
হোম ভেন্যুতে ক্রিকেটকে ফেরাতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মাসে পাকিস্তান পুরুষ দলের বিপক্ষে খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান নারী দলের বিপক্ষে খেলতে দেশটিতে সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
পাকিস্তানের নারীদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সফরের সূচি প্রকাশ করেছে পিসিবি।
আগামী ২৬ অক্টোবর শুরু হবে বাংলাদেশের পাকিস্তান সফর। চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেবার করাচিতে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছিল সফরকারীরা। গত বছর বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান নারী দল। তখন শর্ত ছিল, বাংলাদেশও যেন পাকিস্তান সফরে যায়। অবশেষে দুই বোর্ডের চুক্তি অনুযায়ী পাকিস্তানে খেলতে যাবেন সালমা-জাহানারারা।
পাকিস্তান সফরে বাংলাদেশের সূচি :
২৬ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি, লাহোর
২৮ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর
৩০ অক্টোবর : তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর
২ নভেম্বর : প্রথম ওয়ানডে, লাহোর
৪ নভেম্বর : দ্বিতীয় ওয়ানডে, লাহোর