স্মিথের রানের পাহাড়ে চাপা ইংল্যান্ড

দারুণ ছন্দে ছুটছে স্টিভ স্মিথের ব্যাট। প্রথম ইনিংসে করেছেন ডাবল সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও থেমে নেই তিনি। সতীর্থদের ব্যর্থতার মধ্যে খেলেছেন ৮২ রানের এক অনবদ্য ইনিংস। তাতে ইংল্যান্ডের সামনে লিডসহ ৩৮৩ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে ইংল্যান্ড। বড় লক্ষ্যে নেমে ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেছে তারা। দুই উইকেটে ১৮ রান নিয়ে দিন শেষ করেছে ইংলিশরা।
ইংল্যান্ডের জন্য পঞ্চম দিনে ৩৬৫ রান তোলা প্রায় অসম্ভব। তবে ম্যাচ বাঁচাতে হলে টিকে থাকতে হবে পুরোদিন। অন্যদিকে ম্যাচ জিততে হলে অসিদের চাই আট উইকেট।
ওল্ড ট্র্যাফোর্ডে ৫ উইকেটে ২০০ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। প্রথম সেশনের শুরুটা বেশ ভালোভাবেই পার করেন দুই ব্যাটসম্যান বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। গড়েন ৩২ রানের জুটি। কিন্তু সময় গড়ালে এই জুটি বড় হতে দেননি স্টার্ক। বেয়ারস্টোকে বোল্ড করেন তিনি। ২৬ রানে ফেরান স্টোকসকেও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত জস বাটলারের ব্যাটে ৩০১ রানে থামে ইংল্যান্ড।
বিপরীতে দ্বিতীয় ইনিংসে লিড বড় করতে নেমে স্বস্তি পায়নি অস্ট্রেলিয়াও। ১৯৬ রানের লিড নিয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় অসিরা। ব্যর্থ হন টপঅর্ডারের বাকি ব্যাটসম্যানরাও। তবে থেমে থাকেননি স্মিথ। রানের গতি ধরে রেখে টিকে ছিলেন তিনি। তাঁর ব্যাটে ভর করে ১৮৬ রান নিয়ে লিডসহ মোট ৩৮৩ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।