মৌসুমে বায়ার্নের প্রথম হার
এবারের বুন্দেসলিগার শুরু থেকে দুর্বার গতিতে ছুটছিল বায়ার্ন মিউনিখ। প্রথম ১৭ ম্যাচে ১৪টি জয় ও তিনটি ড্র—মনে হচ্ছিল জার্মান লিগে আরেকটি শিরোপা শুধুই সময়ের ব্যাপার। কিন্তু শীতকালীন বিরতির পর প্রথম ম্যাচেই ভূপাতিত পেপ গার্দিওলার দল। শুক্রবার রাতে ভল্ফসবুর্গের মাঠে ৪-১ গোলে হেরেছে তারা। অথচ প্রথম ১৭ ম্যাচে মাত্র চারটি গোল খেয়েছিল জার্মানির সফলতম ক্লাবটি।
২০০৯ সালের পর এই প্রথম লিগে এক ম্যাচে চার গোল হজম করল বায়ার্ন। সেবারও ভল্ফসবুর্গের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। ওই মৌসুমেই বুন্দেসলিগায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ভল্ফসবুর্গ।
ফোক্সওয়াগেন অ্যারেনায় চতুর্থ মিনিটে বাস দস্তের গোলে পিছিয়ে পড়া বায়ার্ন আর সমতায় ফিরতে পারেনি। বিরতির ঠিক আগে আবার ডাচ স্ট্রাইকার দস্তের লক্ষ্যভেদে ব্যবধান হয়ে যায় ২-০।
বিরতির পরও বায়ার্নের দুর্দশা কাটেনি। ৫৩ ও ৭৩ মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড কেভিন ডি ব্রুইনের জোড়া গোল বড় জয় নিশ্চিত করে দেয় স্বাগতিকদের। মাঝে ৫৫ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান বারনাতের গোল বায়ার্ন-সমর্থকদের আশার আলো দেখালেও শেষ পর্যন্ত লজ্জায় অবনত হয়েই মাঠ ছাড়তে বাধ্য হয় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
হেরে গেলেও বুন্দেসলিগার শীর্ষে যথারীতি বায়ার্নের অবস্থান। ১৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভল্ফসবুর্গ।