ক্রিকেটের জন্য বাংলাদেশ নিরাপদ : মাশরাফি
গত মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে সফর স্থগিত ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরই বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়ে জিম্বাবুয়ে দল এখন বাংলাদেশে। বাংলাদেশের আরেকটি সাফল্যে রঙিন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে নির্বিঘ্নে। সামনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাশরাফি বিন মুর্তজা মনে করেন, অস্ট্রেলিয়ার আশঙ্কা অমূলক। বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ জায়গা।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা যখন থেকে ক্রিকেট খেলতে শুরু করেছি তখন থেকেই দেখছি, বাংলাদেশ ভীষণ ক্রিকেটপ্রিয় জাতি। আমাদের দেশের মানুষ ক্রিকেট খেলাটা খুব উপভোগ করে। আমি মনে করি না, বাংলাদেশে ক্রিকেট খেলতে এসে কেউ বিপদে পড়বে। আমাদের দেশে কোনো দলেরই বিপদে পড়ার কোনো আশঙ্কা নেই।’
পৃথিবীর সব ক্রিকেট-খেলুড়ে দেশকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়ে মাশরাফি বলেন, ‘শুধু অস্ট্রেলিয়া নয়, আমি সবাইকে বাংলাদেশে এসে খেলার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ খুব নিরাপদ দেশ। এখানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই।’