উত্তেজনায় ভরা ম্যাচে নিরুত্তাপ ড্র
মেসি, আগুয়েরো ও তেভেজবিহীন ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক বনে যেতে পারতেন লাভেজ্জি। ম্যাচের ৩৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তাঁর বুনো উল্লাসটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারতেন। কিন্তু তা হতে দিলেন না লুকাস লিমা। দ্বিতীয়ার্ধে চমৎকার গোল করে সমতায় ফেরান ব্রাজিলকে। আর এতেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা-ব্রাজিলকে।
আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ঠাসা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদুর্গে আঘাত করে বল জালে জড়াতে মরিয়া ছিল দুই দলই।
ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ডি মারিয়া, লাভেজ্জি, রোহোদের মুহুর্মুহু আক্রমণে সন্ত্রস্ত হয়ে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। প্রথমার্ধে সেটার সুফলও পায় আর্জেন্টিনা। কিন্তু সেটা স্থায়ী হয়নি শেষ পর্যন্ত।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই একের পর এক আক্রমণ করতে থাকে। এ সময়টাতে সুবিধা পায় ব্রাজিল। এক গোল শোধ করে ম্যাচটাকে নিষ্পত্তি করতে দেয়নি দলটি। এতে বিশ্বকাপ বাছাইপর্বে সাফল্য না পাওয়ার হতাশা আরো বেড়ে গেল আর্জেন্টিনার।
নিজেদের প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় বিশ্বকাপ বাছাইপর্বের সূচনাটা ভালো হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার। দ্বিতীয় ম্যাচ জিতে ব্রাজিল অবশ্য কিছুটা স্বস্তি পেয়েছে। কিন্তু আর্জেন্টিনা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ড্র করায় এখন আরো অস্বস্তিতে পড়ল।