ভিনিসিয়াসের পেনাল্টি মিসে জয় পেল না ব্রাজিল
ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে আরেকবার ব্যর্থ। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদের সেই ভিনিকে ঠিক পাওয়া যায়নি। মিস করেছেন পেনাল্টি। ম্যাচে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। ফলস্বরূপ, আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের ড্র নিয়ে।
ভেনেজুয়েলার মাঠ স্তাদিও মাতুরিনে আধিপত্য ছিল ব্রাজিলের। প্রথমার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করে সেলেসাওরা। ভিনিসিয়াস, রাফিনহারা ছিলেন ছন্দে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই তারকা মিলে প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরান বেশ কয়েকবার। ৪৩ মিনিটে আসে চূড়ান্ত ফল। ভেনেজুয়েলার জালে বল পাঠান রাফিনহা।
ভেনেজুয়েলার ডি-বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। বাম প্রান্ত থেকে আড়াআড়ি শট নেন রাফিনহা। বারে লেগে বল খুঁজে নেয় জালের ঠিকানা। ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলে। রাফিনহার গোলের পর তা ধরে রাখতে পারেনি হলুদ জার্সিধারীরা। বিরতি থেকে ফিরে গোল হজম করে তারা। ৪৬ মিনিটে গোল শোধ করেন ভেনেজুয়েলার ফুটবলার তেলাসকো সেগোভিয়া। ম্যাচে আসে ১-১ সমতা।
ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ এসেছিল ভিনির সামনে। কিন্তু, ডান দিকে নেওয়া তার শটটি ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। ফিরতি বলে অবশ্য শট মারেন ভিনি, সেটি গোলের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গনজালেজ। ভেনেজুয়েলা পরিণত হয় ১০ জনের দলে। অতিরিক্ত সময় মিলিয়ে শেষের প্রায় ১০ মিনিট ১০ জন নিয়ে খেলে তারা। এই সুযোগও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত ড্র নিয়েই ছাড়তে হয় মাঠ।
বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১৬। লাতিন আমেরিকা অঞ্চলে তারা আছে তৃতীয় স্থানে।