চেষ্টা করেও দলকে বাঁচাতে ব্যর্থ লিটন

সতীর্থরা যখন এক এক করে উইকেট বিলিয়ে দিচ্ছেন, তখন এক প্রান্ত আগলে রাখেন লিটন দাস। কিন্তু গায়ানা আমাজান ওয়ারিয়র্সের বোলারদের সামনে বাঁহাতি এই ব্যাটসম্যানের চেষ্টা কোনো কাজে এলো না। শেষ পর্যন্ত দলটির কাছে রীতিমতো বিধ্বস্ত হয় লিটনের জ্যামাইকা তালাওয়াস। ৭৭ রানের বিশাল হার নিয়ে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে বিদায় নিতে হয় জ্যামাইকার।
বৃহস্পতিবার দিবাগত রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গায়না আমাজন ওয়ারিয়র্সের ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জ্যামাইকা। ইনিংসের প্রথম বলেই বিদায় নেন ওপেনার ক্রিস গেইল। এরপর বাকি ব্যাটসম্যানরা সবাই রান তুলতে ব্যর্থ হন। ১০ ব্যাটসম্যানের মধ্যে তিনজন দশের ঘর পার করেন। বাকিদের ইনিংস যথাক্রমে ৮, ২, ০, ১, ১, ২ ও ৬। চারে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ২১ রান করেন লিটন। বাকিদের ব্যর্থতায় ১৬.৩ ওভারে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় জ্যামাইকা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তোলে গায়ানা। দলের পক্ষে ৪৫ বলে সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। এ ছাড়া শেরফান রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৪৫ রান।
এবারই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলতে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন। তবে প্রথম সফরের অভিজ্ঞতা সুখকর হলো না। দুই ম্যাচ খেলে দুটিতেই হারের মুখ দেখলেন লিটন। ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন না তিনিও। অভিষেক ম্যাচেও ২১ রান করেছিলেন এই ব্যাটসম্যান।