উইলিয়ামসনের ব্যাটে লড়ছে নিউজিল্যান্ড
এক দিনেই ২৪৪ রান করে সোরগোল ফেলে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আশা জাগিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ত্রিশতক করার। কিন্তু শনিবার পার্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলায় খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি এই অস্ট্রেলিয়ান ওপেনার। আউট হয়েছেন ২৫৩ রান করে। অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল নয় উইকেট হারিয়ে ৫৫৯ রান সংগ্রহ করার পর। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছে নিউজিল্যান্ড। হারিয়েছে দুটি উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে দুই উইকেটে ১৪০ রান। ৭০ রান করে কিউইদের আশার প্রতীক হয়ে অপরাজিত আছেন কেইন উইলিয়মসন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৯৯ রানের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ১ রান করেই সাজঘরের পথে হেঁটেছিলেন গাপটিল। দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়ে বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন আরেক ওপেনার টম লাথাম ও উইলিয়ামসন। কিন্তু তৃতীয় সেশনে এই জুটি ভাঙেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন। ৩৬ রান করে ফিরে যান লাথাম। দিনের বাকি সময়টা অবশ্য নির্বিঘ্নেই পার করতে পেরেছেন উইলিয়ামসন ও রস টেলর। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছেন ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি। ২৬ রান নিয়ে অপরাজিত আছেন টেলর।
এর আগে ২ উইকেটে ৪১৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম দিনের মতো দাপুটে নৈপুণ্য দেখাতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। কিউই বোলারদের ভালো বোলিংয়ের মুখে গড়ে তুলতে পারেননি বড় কোনো জুটি। দিনের ষষ্ঠ ওভারেই ওয়ার্নারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৫৫৯ রান সংগ্রহের পর ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।