কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রস্তুতি শুরু
আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে বুধবার প্রথম দিনের অনুশীলনে অংশ নেন ছয় ক্রিকেটার। জাতীয় দলের তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বিও যোগ দেন অনুশীলনে।
কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে প্রথম দিনের অনুশীলনে ছিলেন ধীমান ঘোষ, নাঈম ইসলাম জুনিয়র, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি ও আরিফুল হক।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ওপেনার ইমরুল কায়েস ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস ছুটিতে রয়েছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে থাকায় শুভাগত হোম আর মাহমুদুল হাসানও বুধবারের অনুশীলনে যোগ দিতে পারেননি।
অনুশীলন শেষে কামরুল ইসলাম বলেন, ‘বিপিএলের আগে জিম্বাবুয়ে সিরিজের দলে থাকতে পেরে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। জাতীয় দলের সঙ্গে অনুশীলন করে আর ড্রেসিং রুমে সবার সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যা বিপিএলে অনেক কাজে আসবে।’
কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ভারসাম্যপূর্ণ দল বলেই মনে করছেন এই তরুণ পেসার, ‘আমাদের দলে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় আছে। তারা দারুণ ফর্মেও আছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে গড়া আমাদের দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। আর অধিনায়ক মাশরাফি ভাই আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা।’