এটা আমার জীবনের অন্যতম সেরা ইনিংস : মাশরাফি
বল হাতে দলকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। এবার ব্যাট হাতে দলকে সাফল্য এনে দিলেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের তৃতীয় দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শুধু দারুণ ইনিংসই খেলেননি, অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ থেকে ফিরেছেন। এটাকে জীবনের অন্যতম সেরা ইনিংসও বলছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে মাশরাফির ৩২ বলে অপরাজিত ৫৬ রানের অধিনায়কোচিত ইনিংসটা সাজানো ছিল চারটি চার ও তিনটি বিশাল ছক্কায়।
খেলাশেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কুমিল্লা অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষকে চাপে ফেলার জন্যই পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছি। কিন্তু আমি ভাবতেই পারিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারব বা এত ভালো একটা ইনিংস খেলতে পারব। ভাগ্যের সহায়তা পেয়েছি বলেই ইনিংসটা খেলতে পেরেছি। এটা আমার জীবনের অন্যতম সেরা ইনিংস।’
ব্যাটসম্যানের ভূমিকায় কুমিল্লাকে জয় এনে দেওয়া যেন বিশ্বাসই হচ্ছে না মাশরাফির, ‘ব্যাট হাতে দলকে জয় এনে দেওয়া অবিশ্বাস্য মনে হচ্ছিল আমার কাছে। তাই নিজেকে সামলাতে পারিনি। খেলাশেষে দৌড় দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছি।’
ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠলেও এখনো যে পুরোপুরি সুস্থ হননি সে কথাও জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক, ‘মাত্র দেড় মাস আগে ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছি। শরীরটা এখনো বেশ ক্লান্ত। তবে এর মধ্যেই খেলতে হবে আমাকে।’