‘ছোট হিসেবে ধরছে’ তাই মুস্তাফিজ ‘বেশি খুশি’
অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী মিচেল স্টার্ক প্রথম ওভার করলেন। এর পরই অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এগিয়ে এলেন। সাদা বলটা একটু ঘষে তুলে দিলেন মুস্তাফিজকে। যাওয়ার সময় কাঁধ চেপে বললেন, ‘শুরু কর’।
urgentPhoto
দৃশ্যটা ভাবুন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টাকে কল্পনা নয়, বাস্তবেই দেখেছে। ২০১৫ সালে বর্ষসেরা ওয়ানডে একাদশে বল নিয়ে স্টার্কের সঙ্গে মুস্তাফিজকেই সেরা বলে মনে করছে ওই সংস্থা।
এত বড় অর্জনের পরও মুস্তাফিজের কেমন লাগছে? বরাবরের মতো লাজুক হাসি, ‘বেশি খুশি হওয়ারই কথা, বিশ্বের ১১ জনের ভেতরে আছি।’ তিনি বললেন, ‘ওখানে বড় বড় প্লেয়ার আছে। আমাকেও ছোট হিসেবে সেখানে ধরছে। তাই ভালো লেগেছে।’
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ব্যস্ত ছিলেন বিপিএলের খেলা নিয়ে। আজ বুধবার মুস্তাফিজের দল ঢাকা ডাইনামাইটস লড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে। মাঠে নামার আগেই জানতে পারেন ওই কীর্তির কথা। খেলা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাই জানালেন মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ বলেন, ‘আমার ভালো লাগছে, কারণ আমার দেশ থেকে প্রথম। যখন সুযোগ দিয়েছে তখন থেকেই ভালো খেলার চিন্তা ছিল। টিম ম্যানেজার প্রথমে একবার বলেছিলেন মাঠের বাইরে। পরে মাঠে শুনে নিশ্চিত হই।’
মুস্তাফিজ আরো বলেন, ‘সব সময় চিন্তা থাকে ভালো করার। আগে হোক আর পরে হোক, সব সময় চিন্তা থাকে ভালো বল করার।’
আজ বুধবারই আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলের নেতৃত্বাধীন একটি বিশেষ প্যানেল টেস্ট ও ওয়ানডের জন্য আলাদা দল ঘোষণা করেছে।
ওই দলে মুস্তাফিজের সতীর্থরা হচ্ছেন, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, স্টিভেন স্মিথ, রস টেলর, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সামি ও ইমরান তাহির। দ্বাদশ ক্রিকেটার হিসাবে আছেন জো রুট।