সাক্ষাৎকার
আমি এখন স্বপ্নের কাছাকাছি : রনি
বিপিএলে ছিল তাঁর নজরকাড়া পারফরম্যান্স। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ২১ উইকেট নেওয়া বাঁহাতি পেসার আবু হায়দার রনির হাতে উঠেছে প্রতিযোগিতার দ্বিতীয় সেরা বোলারের সম্মান। নেত্রকোনা থেকে উঠে আসা ২০ বছরের এই তরুণ বিপিএলে দুর্দান্ত খেলে সদ্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দলেও জায়গা করে নিয়েছেন। সুখবরটা উপভোগ করতে করতেই এনটিভি অনলাইনকে নিজের স্বপ্নের কথা জানালেন তিনি।
প্রশ্ন : বিপিএলের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন, বাংলাদেশের প্রাথমিক দলে জায়গাও করে নিয়েছেন। কেমন লাগছে?
আবু হায়দার রনি : প্রাথমিক দলে জায়গা করে নিয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমার স্বপ্ন জাতীয় দলে স্থান করে নেওয়ার। সেই স্বপ্নের কাছাকাছি এসেছি। এবার স্বপ্নটা পূরণ করতে চাই। কঠোর পরিশ্রম দিয়ে দেশের জন্য কিছু করতে চাই।
প্রশ্ন : ২৭ জনের দলে সুযোগ পেয়েছেন। কী মনে হচ্ছে, মূল দলে জায়গা পাওয়া সম্ভব?
রনি : জাতীয় দলে এখন যাঁরা খেলছেন তাঁরা প্রত্যেকেই খুবই ভালো করছেন। তাই মূল দলে জায়গা করে নেওয়া আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আশাবাদী, এই চ্যালেঞ্জে জয়ী হতে পারব। চেষ্টা আর পরিশ্রম দিয়ে নির্বাচকদের মন জয় করতে চাই। আসলে ছোটবেলা থেকে, মানে যখন থেকে ক্রিকেট খেলতে শুরু করেছি, তখন থেকেই আমার স্বপ্ন জাতীয় দলে খেলার।
প্রশ্ন : এবার মূল দলে সুযোগ না পেলে কী খুব খারাপ লাগবে?
রনি : মূল দলে সুযোগ না পেলে বা প্রাথমিক দল থেকে বাদ পড়লে হতাশ হওয়ার কিছু নেই। কারণ এখানেই সব কিছু শেষ নয়, সামনে আরো অনেক সুযোগ আসবে। আমি সেই সুযোগের অপেক্ষায় থাকব।
প্রশ্ন : সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। একজন তরুণ পেসার হিসেবে এই তিনটি আসরে খেলতে কতটা আশাবাদী আপনি?
রনি : প্রাথমিক দল থেকে মূল দলে জায়গা করে নেওয়ার ব্যাপারে আমি আশাবাদী। যদিও আমি সব সময় বিশ্বাস করি ভালো পারফর্ম করতে পারলে একসময় না একসময় সুযোগ আসবেই। আর এই তিনটি আসরে খেলতে পারলে অবশ্যই আমার স্বপ্ন পূর্ণতা পাবে।
প্রশ্ন : মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের পেসার বাংলাদেশ দলে। জাতীয় দলে তাঁর সঙ্গে জুটি বেঁধে বল করার সম্ভাবনায় আপনি কতটা রোমাঞ্চিত?
রনি : ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমি আর মুস্তাফিজ একই সঙ্গে খেলেছি। তখনই তাকে কাছ থেকে দেখেছি। এবার সুযোগ পেলে জাতীয় দলেও তার সঙ্গে বল করতে পারব। আর তাহলে খুব ভালো লাগবে।
প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দল এখন সোনালি সময় পার করছে। আপনার কী ধারণা, নতুন বছরেও বাংলাদেশ ভালো খেলবে?
রনি : গত একটি বছর দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। আমি আশাবাদী, ২০১৫ সালের মতো ২০১৬ সালেও আমাদের দল ভালো করবে। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ কিছু টুর্নামেন্ট আছে। এসব প্রতিযোগিতায় আমাদের দল ভালো করবে বলেই আমার বিশ্বাস।
প্রশ্ন : বিপিএলের আগে কি ভাবতে পেরেছিলেন এতটা ভালো করতে পারবেন?
রনি : না, আমি ভাবিনি বিপিএলে এতটা ভালো করতে পারব। তবে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল। বিপিএলে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার প্রতিজ্ঞা করেছিলাম। কারণ বিপিএলের দিকে সবারই দৃষ্টি থাকে। আমি ভালো করার আপ্রাণ চেষ্টা করেছি, সাফল্যও পেয়েছি।
প্রশ্ন : বোলিংয়ে আপনার আদর্শ কে?
রনি : দেশে আমার আদর্শ অবশ্যই মাশরাফি ভাই। কারণ ছোটবেলায় টিভিতে তাঁর খেলা দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আর বিদেশে পাকিস্তানের মোহাম্মদ আমির ও অস্ট্রেলিয়ার মিচেল জনসন। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে আমিরের বোলিং।