ক্যাপ্টেন রামোসকে ফেরাবে মাদ্রিদ?
গত মৌসুমের অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে কিছুটা ব্যাকফুটে। মাঠে যেমন প্রায় ছন্দ হারাচ্ছে দলটি, তেমনি চোটে পড়েছেন একাধিক খেলোয়াড়। এর মধ্যে কয়েকজনের শেষ হয়ে গেছে মৌসুমই। গোটা মৌসুমের জন্য ছিটকে গেছেন রক্ষণভাগের প্রাণভোমরা দানি কার্ভাহাল। কার্ভাহালের অনুপস্থিতিতে মিলিতাও’র ওপর বড় ভরসা ছিল মাদ্রিদের।
লা লিগায় ওসাসুনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পেয়েছেন মিলিতাও। চিকিৎসকরা জানিয়েছে, কমপক্ষে ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে মাদ্রিদের এই সেন্টারব্যাককে। একই ম্যাচে চোট পান লুকাস ভাসকুয়েজ। তাকেও কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
বলা যায়, রক্ষণভাগ নিয়ে বেশ বিপদেই আছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি তাই জানুয়ারির দলবদল শুরুর অপেক্ষায়। কোন ডিফেন্ডারকে দলে ভেড়ানো যায়, চোখ রাখছে সেদিকে। এদিকে, গুঞ্জন উঠেছে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরবেন সার্জিও রামোস। মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল এই ডিফেন্ডার ও অধিনায়ককে ফেরানোর কথা অবশ্য তুলেছেন ক্লাবটির আরেক কিংবদন্তি ডিফেন্ডার গুতি। গোল ডটকমের প্রতিবেদন বলছে এমনটিই।
২০২১ সালে মাদ্রিদ ছাড়েন কিংবদন্তি সার্জিও রামোস। স্প্যানিশ এই তারকা এরপর খেলেছেন ফরাসি ক্লাব পিএসজি ও স্পেনের ক্লাব সেভিয়ায়। বর্তমানে রামোস ফ্রি এজেন্ট হিসেবে আছেন। তাকে দলে নেওয়ার ভালো একটি সুযোগ এখন, এমন মন্তব্যই করেছেন গুতি।
৩৮ বছর বয়সী রামোসকে ফেরানোর ব্যাপারে গুতি বলেন, ‘আপনাকে বাজারে যেতে হবে। পরিস্থিতি বুঝতে হবে। রামোস এখন দলবিহীন। তাকে নিতে মাদ্রিদের কোনো খরচ হবে না। দলের সংকট কাটাতে তাকে ফেরানোটা ভালো সমাধান হতে পারে।’
যদিও, এই ব্যাপারে রিয়াল মাদ্রিদ কিছু জানায়নি। তবে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, রামোসকে ফেরানোর ভাবনা নেই লস ব্লাংকোদের। জানুয়ারিতে তাদের চোখ ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের দিকে। ইংলিশ এই ডিফেন্ডার বর্তমানে খেলছেন লিভারপুলের জার্সিতে।