স্পেনে বন্যার্তদের ১০ লাখ ইউরো সহায়তা দিল রিয়াল মাদ্রিদ
ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়েছে স্পেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে, অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক এই বন্যায় গত তিন দিনে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক মানুষ। পানিবন্দি অনেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়া। বন্যার কারণে স্পেনের ঘরোয়া ফুটবল লিগ লা লিগায় ভ্যালেন্সিয়ার পরবর্তী ম্যাচ স্থগিত করা হয়েছে।
লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল ভ্যালেন্সিয়ার। কিন্তু, বন্যায় আপাতত স্থগিত করা হয় ম্যাচটি। শুধু এটি নয়, স্থগিত করা হয়েছে ভিয়ারিয়াল ও রায়ো ভায়েকানোর ম্যাচও। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে ভ্যালেন্সিয়ায় চলতি সপ্তাহে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সবগুলোই আপাতত স্থগিত করেছে স্পেন ফুটবল ফেডারেশন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে যে মাঠে মাদ্রিদ ও অন্যদের খেলা হওয়ার কথা ছিল, সেই মেস্তায়া এখন ব্যবহৃত হচ্ছে বন্যার্তদের সাহায্যের জন্য।
বন্যায় বিপর্যয় নেমে এসেছে ক্ষতিগ্রস্ত শহরগুলোতে। তাদের সহায়তার জন্য ১০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা রেড ক্রসের মাধ্যমে সহায়তা পাঠাবে বলে জানিয়েছে। রেড ক্রসের সঙ্গে কাজ করবে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন।
মাদ্রিদ ছাড়াও লা লিগা কর্তৃপক্ষ এগিয়ে এসেছে সাহায্য নিয়ে। তারা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও নিখোঁজ ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে বার্তা দিয়েছে স্পেন ফুটবল।