সাঙ্গাকারা-দিলশানের ব্যাটে স্কটল্যান্ড বিধ্বস্ত
বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ক্রিকেটেও এমন কীর্তি আর কারো নেই। ওয়ানডের ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টানা চার ম্যাচে সেঞ্চুরির অসামান্য কৃতিত্ব এখন কুমার সাঙ্গাকারার অধিকারে। সাঙ্গাকারার সঙ্গে তিলকারত্নে দিলশানও ভেসে গেছেন সেঞ্চুরির আনন্দে। বুধবার দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের শতকে বিশাল সংগ্রহ গড়ে স্কটল্যান্ডকে সহজেই ১৪৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
৩৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে গেছে স্কটল্যান্ড। সর্বোচ্চ ৭০ রান এসেছে ফ্রেডি কোলম্যানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান অধিনায়ক প্রেস্টন মমসেনের। চতুর্থ উইকেটে দুজনের ১১৮ রানের জুটি স্কটিশদের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন নুয়ান কুলাসেকারা ও বিশ্বকাপে অভিষিক্ত দুষ্মন্ত চামিরা। লাসিথ মালিঙ্গার শিকার দুই উইকেট।
এর আগে হোবার্টের বেলেরিভ ওভাল সাঙ্গাকারার অসাধারণ কীর্তির সাক্ষী হয়েছে। সাঙ্গাকারার আগে ওয়ানডেতে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ছয়জন- পাকিস্তানের জহির আব্বাস ও সাঈদ আনোয়ার, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স ও কুইনটন ডি কক এবং নিউজিল্যান্ডের রস টেলর। তবে বিশ্বকাপে এই কৃতিত্ব কারো ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে টানা তৃতীয় সেঞ্চুরির পর স্কটল্যান্ডের বিপক্ষে তাঁদের ছাড়িয়ে গেছেন সাঙ্গাকারা।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে লাহিরু থিরিমান্নে বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন সাঙ্গাকারা-দিলশান। ১০টি চার ও একটি ছক্কায় ৯৯ বলে ১০৪ রান করেন দিলশান। সাঙ্গাকারার ৯৫ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংসটা সাজানো ১৩টি চার ও চারটি ছক্কায়।
দুই সেঞ্চুরিয়ানের বিদায়ের পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ২১ বলে ৫১, বিশ্বকাপের আরেক অভিষিক্ত কুশল পেরেরার ১৩ বলে ২৪ এবং কুলাসেকারার ১৭ বলে অপরাজিত ১৮ রানের তিনটি আক্রমণাত্মক ইনিংস সাড়ে তিনশর ওপরে নিয়ে গেছে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ৩৬৩/৯ (থিরিমান্নে ৪, দিলশান ১০৪, সাঙ্গাকারা ১২৪, জয়াবর্ধনে ২, ম্যাথিউস ৫১, কুশল পেরেরা ২৪, থিসারা পেরেরা ৭, প্রসন্ন ৩, কুলাসেকারা ১৮*, মালিঙ্গা ১, চামিরা ১২*; ডেভি ৩/৬৩, বেরিংটন ২/৩১, ইভান্স ২/৭২, টেলর ১/৪৬, মাচান ১/৪৬)
স্কটল্যান্ড : ৪৩.১ ওভারে ২১৫ (কোটজার ০, ম্যাক্লাউড ১১, মাচান ১৯, মমসেন ৬০, কোলম্যান ৭০, বেরিংটন ২৯, লিস্ক ২, ক্রস ৭, টেলর ৩, ডেভি ৪, ইভান্স ১*; কুলাসেকারা ৩/২০, চামিরা ৩/৫১, মালিঙ্গা ২/২৯, দিলশান ১/১৫, থিসারা ১/৪১)
ফল : শ্রীলঙ্কা ১৪৮ রানে জয়ী
ম্যাচসেরা : কুমার সাঙ্গাকারা।