ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেলেন কোহলি
ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংস খেলে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ডটা দীর্ঘদিন ছিল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর দিকে। ২০১৪ সালের নভেম্বরে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে দিতে খুব বেশি সময় নিলেন না বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ এক শতক করার পথে ভারতের অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেটাও তিনি করেছেন সবচেয়ে কম ইনিংস খেলে।
ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করার পথে কোহলি খেলেছেন ১৬১টি ইনিংস। ২০১৪ সালে এবি ডি ভিলিয়ার্স ৭০০০ রান পূর্ণ করেছিলেন ১৬৬ ইনিংস খেলে। আর ২০০১ সাল থেকে এই রেকর্ডটি ছিল গাঙ্গুলীর দখলে। ভারতের সাবেক বাঁহাতি ওপেনার সাত হাজার রান পূর্ণ করতে খেলেছিলেন ১৭৪টি ইনিংস। তবে বিরাট কোহলির এই রেকর্ডও খুব বেশিদিন টিকবে কি না বলা মুশকিল। দ্রুতই হয়তো তাঁকে পেছনে ফেলে দিতে পারেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।
এর আগে ২০১৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসকে পেছনে ফেলে দ্রুততম সময়ে ৬০০০ রান পূর্ণ করার রেকর্ড গড়েছিলেন কোহলি। কিন্তু এক বছর যেতে না-যেতেই সেটা ভেঙে দিয়েছিলেন আমলা। ৬০০০ রানের মাইলফলকে পৌঁছাতে কোহলি খেলেছিলেন ১৩৬ ইনিংস। আর আমলা সেখানে পৌঁছেছিলেন ১২৩ ইনিংস খেলে। ৭০০০ রানের ক্ষেত্রেও কোহলিকে পেছনে ফেলে দেওয়ার জন্য ৩৭ ইনিংসে ১০০০ রান করতে হবে আমলাকে।
দ্রুততম সময়ে দুই, তিন, চার ও পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ডও আছে আমলার দখলে।