সৌম্য-সাব্বিরের ব্যাটে বাংলাদেশের ভালো সংগ্রহ
প্রথম ম্যাচের মতো টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও দারুণভাবে জ্বলে উঠেছেন সাব্বির রহমান। সেই সঙ্গে ওপেনার সৌম্য সরকারও খেলেছেন টি-টোয়েন্টির ক্যারিয়ারসেরা ইনিংস। এই দুজনের দারুণ ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৬৭ রান। সাব্বির ও সৌম্য; দুজনেই খেলেছেন ৪৩ রানের ইনিংস।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ৪৫ রান। ষষ্ঠ ওভারে ২৩ রান করে সাজঘরে ফেরেন তামিম। তবে সৌম্য ঝড়ো ব্যাটিং চালিয়ে গেছেন আরও কিছুক্ষণ। দশম ওভারে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৪৩ রানের ইনিংস। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মাহমুদউল্লাহ। ফিরে গেছেন মাত্র এক রান করে। চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সাব্বির ও মুশফিকুর রহিম। ১৬তম ওভারের শেষ বলে আঘাত পেয়ে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য হয়েছেন মুশফিক। তার আগে তিনি করেছিলেন ২৪ রান। শেষপর্যায়ে সাকিব আল হাসান খেলেছেন ১৭ বলে ২৭ রানের লড়াকু ইনিংস। ৩০ বলে ৪৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সাব্বির।
আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে দলে আছে তিনটি পরিবর্তন। নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা মাঠে নামেননি। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। সিকান্দার রাজা ও লুক জংউইও খেলছেন না আজকের ম্যাচ। এই তিনজনের পরিবর্তে মাঠে নেমেছেন রিচমন্ড মুতুম্বানি, তাউরাই মুজারাবানি ও নেভিল মাদজিভা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, শুভাগত হোম, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, পিটার মুর, শেন উইলিয়ামস, রিচমন্ড মুতুম্বানি, ম্যালকম ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিল মাদজিভা, ব্রায়ান ভেটরি, ওয়েলিংটন মাসাকাদজা, গ্রায়েম ক্রেমার।