গাপটিল-উইলিয়ামসনের বিশ্বরেকর্ডে বিধ্বস্ত পাকিস্তান
লক্ষ্য ১৬৯ রান। টি-টোয়েন্টিতে তা যথেষ্টই ফাইটিং স্কোর। কিন্তু নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের কাছে তা যে খুব একটা বড় ইনিংস ছিল না, তা প্রমাণ করে দিয়েছেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসন। এই দুই ওপেনারের রেকর্ডগড়া পার্টনারশিপে নিউজিল্যান্ড সহজেই দশ উইকেটে জিতেছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে।
রোববার হ্যামিলটনে উদ্বোধনী জুটিতে ১৭১ রান করে বিশ্বরেকর্ড গড়েছেন গাপটিল ও উইলিয়ামসন। টি-টোয়োন্টির যে কোনো উইকেটে এটি সর্বোচ্চ জুটির রেকর্ড। তাঁরা ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও লুটস বসম্যানের করা ১৭০ রানের রেকর্ডটি। ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়ানে ওপেনিং জুটিতে এই রেকর্ড গড়েছিলেন স্মিথ ও লুটস বসম্যান।
তাই এই ম্যাচে নিউজিল্যান্ডকে মোটেও বেগ পেতে হয়নি এই জয় ঘরে তুলতে। ১৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় তারা। অতিথি পাকিস্তান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছেন কিউই দুই ওপেনার। গাপটিল ৫৮ বলে ৮৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। নয়টি চারের মার ও চারটি ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি। কম জাননি উইলিয়ামসনও। ৪৮ বলে ৭২ রানের দারুণ ইনিংসটি তিনি খেলেছেন ১১টি চারের মারে।
এর আগে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৬৮ রানের গড়তে বড় ভূমিকা ছিল মিডল অর্ডার ব্যাটসনম্যান উমর আকমলের। তাঁর দুর্দান্ত একটি অর্ধশতকে স্বাগতিকদের সামনে এই লক্ষ্যটি ছুড়ে দিতে পেরেছে অতিথি দলটি। ২৭ বলে চারটি চার ও চারটি ছক্কায় এই ইনিংস গড়েন তিনি।
এ ছাড়া শোয়েব মালিক ৩০ বলে ৩৯ ও মোহাম্মদ হাফিজ ২৩ বলে ১৯ রানের দুটি ইনিংস খেলেন। মিচেল ম্যাকক্লেনাগান ২৩ রান খরচায় দুই উইকেট নিয়েও খুব একটা বাধা হতে পারেননি পাকিস্তানের এই ইনিংসটি গড়ার পথে।