হেরেই চলেছে ভারত
অস্ট্রেলিয়া সফরে গিয়ে একের পর এক শুধু হারের মুখই দেখতে হচ্ছে ভারতকে। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচেও ভারত হেরেছে তিন উইকেটের ব্যবধানে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে সাত বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৯৬ রান সংগ্রহ করে ফেলেছে অস্ট্রেলিয়া। টানা তিনটি জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা।
২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার মিচেল মার্শ ও অ্যারন ফিঞ্চ। অষ্টম ওভারে ফিঞ্চ আউট হয়ে গেলেও ৬২ রানের ইনিংস খেলে ভারতীয় বোলারদের ভালোই ভুগিয়েছেন মার্শ। অধিনায়ক স্টিভেন স্মিথ খেলেছেন ৪১ রানের ইনিংস। তবে দারুণ ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার মূল কৃতিত্বটা ম্যাক্সওয়েলের। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৮৩ বলে ৯৬ রানের দারুণ ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষপর্যায়ে অপরাজিত ২১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জেমস ফকনার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ১১৭, শিখর ধাওয়ানের ৬৮ ও অজিঙ্কা রাহানের ৫০ রানের ইনিংসগুলোর সুবাদে স্কোরবোর্ডে ২৯৫ রান জমা করেছিল ভারত।
২০ জানুয়ারি ক্যানবেরায় অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচ।