চ্যাম্পিয়নদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে নামিবিয়া
বিশ্বক্রিকেটে দক্ষিণ আফ্রিকা আর নামিবিয়ার মধ্যে যোজন-যোজন ব্যবধান। দক্ষিণ আফ্রিকানরা ক্রিকেটের অন্যতম পরাশক্তি। আর নামিবিয়া আইসিসির সহযোগী সদস্য। অথচ সেই নামিবিয়ার কাছেই পরাজিত প্রোটিয়ারা। গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে দুই উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নামিবিয়া। টানা দ্বিতীয় হারে প্রোটিয়াদের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্ট থেকে।
আগের ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেওয়া নামিবিয়ার পয়েন্ট চার। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহও তা-ই। রোববারের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ১১৪ রানে উড়িয়ে দিয়ে বাংলাদেশও পা রেখেছে শেষ আটে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার এমন দুর্দশার পেছনে বড় দায় ব্যাটসম্যানদের। টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাট করলেও ৯ উইকেটে ১৩৬ রানের মামুলি সংগ্রহ গড়েছে প্রোটিয়ারা। উইলেম লুডিকের ৪২ ছাড়া আর কারো বলার মতো রান নেই।
২৪ রানে চার উইকেট নিয়ে মাইকেল ভ্যান লিঙ্গেন নামিবিয়ানদের সেরা বোলার। ১৬ রানে তিন উইকেট ফ্রিট্জ কোটজির।
লক্ষ্য তেমন বড় না হলেও সহজে জিততে পারেনি নামিবিয়া। ৭৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বরং শঙ্কাতেই পড়ে গিয়েছিল তারা। তবে লোহান লুরেন্সের অপরাজিত ৫৮ রানের দৃঢ়তাভরা ইনিংস ৬২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দিয়েছে নামিবিয়ানদের। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে চার্ল ব্রিটসের ব্যাট থেকে। জিয়াদ আব্রাহামস ও শন হোয়াইটহেড দুটো করে উইকেট নিলেও দক্ষিণ আফ্রিকানদের হার এড়াতে পারেননি।